India-Pakistan Conflict: নিয়ন্ত্রণরেখা বরাবর ২৬ জায়গায় ড্রোন হামলা পাকিস্তানের

Published : May 10, 2025, 12:00 AM ISTUpdated : May 10, 2025, 12:28 AM IST
Red streaks were seen and explosions heard as India's air defence intercepted Pakistani drones amid blackout in Rajouri (Photo/ANI)

সংক্ষিপ্ত

India-Pakistan Tension: বেশ কিছুদিন ধরে সীমান্তে সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়ে যাচ্ছিল পাকিস্তানি সেনা (Pakistan Army)। এবার তারা ভারতের সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

Pakistan Drone Attack: রাত বাড়তেই নিয়ন্ত্রণরেখা (Line of Control) ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর বিভিন্ন জায়গায় হামলা চালাতে শুরু করেছে পাকিস্তানের সেনা (Pakistan Army)। মোট ২৬ জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। কাশ্মীরের (Kashmir) বারামুলা (Baramulla) থেকে গুজরাটের (Gujarat) ভূজ (Bhuj) পর্যন্ত বিভিন্ন জায়গায় পাকিস্তানি ড্রোন হামলার ফলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, আনম্যানড এরিয়াল ভেহিকলে অস্ত্র রেখে হামলা চালিয়েছে পাক সেনা। ভারতের সেনা জওয়ানদের পাশাপাশি সাধারণ মানুষকেও নিশানা করছে পাক সেনা। বারামুলা, শ্রীনগর (Srinagar), অবন্তীপোরা (Avantipora), নাগরোটা (Nagrota), জম্মু (Jammu), ফিরোজপুর (Ferozpur), পাঠানকোট (Pathankot), ফাজিলকা (Fazilka), লালগড় জাত্তা (Lalgarh Jatta), জয়সলমীর (Jaisalmer), বারমের (Barmer), ভূজ, কুয়ারবেত (Kuarbet) ও লখি নালা (Lakhi Nala) অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান।

ড্রোন হামলায় আহত সাধারণ মানুষ

পাঞ্জাব সরকার সূত্রে জানা গিয়েছে, ফিরোজপুরে এক ঘনবসতি অঞ্চলে আছড়ে পড়ে পাকিস্তানি ড্রোন। এই হামলায় এক পরিবারের কয়েকজন সদস্য জখম হয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তারক্ষীরা ওই অঞ্চল ঘিরে ফেলেছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে। সীমান্তবর্তী অঞ্চলে চূড়ান্ত সতর্কতা জারি করেছে ভারতীয় সশস্ত্রবাহিনী। পাকিস্তান থেকে আকাশপথে যে হামলা চালানো হচ্ছে, তা প্রতিহত করার চেষ্টা চালানো হচ্ছে। কাউন্টার-ড্রোন সিস্টেম ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা করছে সেনাবাহিনী। এক আধিকারিক জানিয়েছেন, ‘নাগরিকদের, বিশেষ করে যাঁরা সীমান্ত অঞ্চলে আছেন, তাঁদের বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অকারণে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন যে নির্দেশিকা জারি করছে, তা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। কারও আতঙ্কিত হওয়ার দরকার নেই। তবে সতর্ক থাকা প্রয়োজন। একইসঙ্গে সতর্কতা অবলম্বন করা দরকার।’

পাক হামলা অব্যাহত

ভারতীয় সেনার সঙ্গে এঁটে উঠতে না পেরে সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে পাকিস্তান। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা। পাকিস্তানের হামলা ঠেকানোর পাশাপাশি পাল্টা হামলা চালাচ্ছে ভারতীয় সেনা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

মহিলা আর প্রবীণ রেলযাত্রীদের জন্য বরাদ্দ লোয়ার বার্থ, সুখবর দিলেন রেলমন্ত্রী
ইম্ফল রোডে তোলাবাজির অভিযোগ, ইউএনএলএফ ক্যাডারকে গ্রেফতার করল মণিপুর পুলিশ