মাত্র ২ দিনে আক্রান্ত ১ লক্ষের বেশি, দেশে দৈনিক সংক্রমণ নয়া রেকর্ড গড়ে ৫৭ হাজার ছাড়াল

  • দৈনিক সংক্রমণে ফের রেকর্ড ভারতের
  • পর পর ৩ দিন দৈনিক সংক্রমণ রেকর্ড গড়ল
  • প্রতিদিনই ৫০ হাজারের বেশি আক্রান্ত দেশে
  • এখনও পর্যন্ত ভারতে প্রায় ২ কোটি নমুনা পরীক্ষা

পর পর ৩ দিন দেশে করোনা সংক্রমণ ৫০ হাজারের উপরে থাকল। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ১১৭ জন। যা এখনও পর্যন্ত এদেশে একদিনে সর্বোচ্চ। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যাটা ছিল ৫৫ হাজারের বেশি। আর বৃহস্পতিবার দৈনিক আক্রান্ত হন ৫২ হাজারের উপরে।

 

Latest Videos

বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮৮। যা পরিস্থিতি তাতে শনিবারই দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষের গণ্ডি পেরিয়ে যাবে। গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৬৪ জনের। ফলে ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৩৬ হাজার ৫১১। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা শুক্রবারই ইতালিকে ছাড়িয়ে ৫ নম্বরে উঠে এসেঠে ভারত। 

আরও পড়ুন: ইদে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির, বাংলাদেশেরও শ্রীবৃদ্ধি কামনা মোদীর

আরও পড়ুন: আনলক ৩ পর্বে ঘুরতে চলুন ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, তবে থাকতে হবে কোভিড পরীক্ষার রিপোর্ট

এসবের মধ্যে আশার খবর দেশে করোনাকে জয় করে সুস্থ হওয়া মানপষের সংখ্যা ১১ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। বর্তমানে করোনা মুক্ত হয়েছে ১০ লক্ষ  ৯৪ হাজার ৩৭৪। ফলে সক্রিয় আক্রান্তের সংখ্যা দেশে এখন ৫ লক্ষ ৬৫ হাজার ১০৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬,৫৬৯। ফলে দেশে সুস্থতার হার এখন দাঁড়িয়েছে ৬৪.৫৪ শতাংশ। দেশে করোনায় মৃতের হার ২.১৮ শতাংশ। যা বিকের গড় মৃতের হার ৪ শতাংশের প্রায় অর্দ্ধেক।

 

 

এদিকে দেশে প্রায় ২ কোটি করোনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫ লক্ষ ২৫ হাজার ৮৬৯ টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়াম কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। ফলে দেশে মোট করোনার নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৩ লক্ষ ৫৮ হাজার ৬৫৯।

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today