Women Prefer to Work: যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজের দুনিয়ায় এখন আর পিছিয়ে নেই মহিলারাও। কর্মক্ষেত্র হিসেবে ভারতের মধ্যে কোন রাজ্যে চাকরি করার জন্য সবথেকে পছন্দের মহিলাদের? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
কোন রাজ্যে মহিলারা সব থেকে বেশি কাজ করতে যেতে পছন্দ করেন?
দিন যত যাচ্ছে ততই বদলাচ্ছে সমাজ। যুগের সঙ্গে তাল মিলিয়ে কর্মক্ষেত্রেও এসেছে আমূল পরিবর্তন। যে কোনও কাজেই এখন নারী-পুরুষ উভয়ই সমান পারদর্শী। ঘরে-বাইরে সামলে নিজ চাকরির প্রতি দায়িত্ব-কর্তব্যে অবিচল মহিলারাও। তবে পেশার জগতে বাইরের কোন রাজ্যে গিয়ে কাজ করতে মহিলারা সবথেকে বেশি পছন্দ করেন? সেই সংক্রান্ত গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর এক তথ্য।
25
মহিলাদের পছন্দের সেরা কাজের জায়গা
সম্প্রতি ইন্ডিয়া স্কিল রিপোর্ট ২০২৫ বিশ্বব্যাপী শিক্ষা এবং মেধা সংক্রান্ত গবেষণায় একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে। 'Wheebox'-এর এই রিপোর্টে প্রকাশিত হয়েছে ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গত পাঁচ বছরে ভারতে কর্মক্ষেত্রে মহিলাদের যোগদানের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
35
কর্মক্ষেত্রে মহিলাদের উপস্থিতির হার
ওই গবেষণার রিপোর্ট বলছে কর্মক্ষেত্রে মহিলাদের উপস্থিতি ২০১৯ সালে ছিলো ৪৫.৬ শতাংশ। ২০২০ সালে কোভিডের সময়ে ছিলো ৪৭ শতাংশ। ২০২১ সালে আবার একটু কমে গিয়ে হয়েছিল ৪১.২৫ শতাংশ। ২০২২ সালে কর্মক্ষেত্রে মহিলাদের হার ছিল- ৫৩.২৮ শতাংশ। ২০২৩ সালে ৫০.৮৬ শতাংশ এবং ২০২৪ সালে ৪৭.৫৩ শতাংশ।
ভারতের কোন রাজ্যগুলি কাজের জন্য মহিলাদের কাছে সেরা ঠিকানা
পছন্দের কর্মক্ষেত্রের জায়গা হিসেবে ভারতের যে রাজ্যগুলিকে মহিলারা সবথেকে বেশি হটলিস্টে রাখেন সেগুলি হল- অন্ধ্রপ্রদেশ, কেরল, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র, দিল্লি ও উত্তর প্রদেশ। এবং কর্নাটক, মধ্যপ্রদেশ এবং হরিয়ানা। তবে এই তালিকায় নাম নেই- কলকাতা ও মুম্বইয়ের।
55
কেন এই রাজ্যগুলি সব থেকে বেশি পছন্দের?
সাম্প্রতিক সমীক্ষার রিপোর্ট বলছে ভারতের এই রাজ্যগুলি কেন মহিলাদের কাজের জন্য বেশি প্রিয় হয়ে উঠছে তার পিছনে রয়েছে কতগুলি কারণ। সেগুলি হল- সামাজিক নিরাপত্তা। অফিসের স্বাস্থ্যকর পরিবেশ। আর্থিক স্বচ্ছলতা এবং অন্যান্য বিষয়।