- Home
- West Bengal
- West Bengal News
- WB Weather Alerts: দুপুর গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজল শহর-শহরতলি, কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ঝলকে
WB Weather Alerts: দুপুর গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজল শহর-শহরতলি, কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ঝলকে
WB Weather News: সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও দুপুর গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজছে শহর ও শহরতলি। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? জানুন বিশদে। সম্পূর্ণ ফটো গ্যালারি দেখুন।

আজ কেমন থাকবে আবহাওয়া?
মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যারফলে শুক্রবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির ব্যাপকতা।
কমবে বৃষ্টির ব্যাপকতা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত কোনও সিস্টেম সক্রিয় না থাকায় বৃষ্টির প্রভাব কমবে দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। সামান্য বাড়বে তাপমাত্রা। বেশি বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিভাব। শনিবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে!
বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে আগামীকাল থেকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস পরবর্তী দু-তিন দিন। অতি ভারী বৃষ্টি রবিবার হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।
কমছে মৌসুমি অক্ষরেখার প্রভাব
মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির থেকে উত্তরপ্রদেশের গভীর নিম্নচাপের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ ও উত্তরপূর্ব মধ্যপ্রদেশের পর ডালটনগঞ্জ হয়ে বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা।
তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা
দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। কর্নাটক ও পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। রয়েছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
ফের বৃষ্টির পূর্বাভাস
শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
রবিবার পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা
সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দু এক জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ কোনও কোনও জেলার দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ এই পাঁচ জেলাতে।
কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?
রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও।
ভারী বৃষ্টির সতর্কতা
সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বেশিরভাগ জেলার কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বুধবার ফের ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং সহ পার্বত্য এলাকায়।
কলকাতার আজকের আবহাওয়া
মহানগরে আজ আংশিক মেঘলা আকাশ। কিছুটা বাড়বে তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। রোদ উঠলেও আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেলার দিকে।
কলকাতার আজকের তাপমাত্রা
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ৯৭ শতাংশ।

