India's actions against Pakistan: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছিল মঙ্গলবার। হামলায় মৃত্যু হয়েছিল কমপক্ষে ২৬ জনের। এইঘটনার পরই একাধিক পদক্ষেপ করেছে ভারত। এইঘটনার পরই একাধিক পদক্ষেপ করেছে ভারত।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছিল মঙ্গলবার। হামলায় মৃত্যু হয়েছিল কমপক্ষে ২৬ জনের। এইঘটনার পরই একাধিক পদক্ষেপ করেছে ভারত।
210
ভারত-পাকিস্তান সম্পর্ক
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই পাল্টা জবাব জবাব দিয়েছে ভারতে। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি কঠোর পদক্ষেপ করেছে। ভারত সাতটি পদক্ষেপ করেছে। সেগুলি দেখুন ছবিতে।
310
সিন্ধু জল চুক্তি বাতিল
ভারত ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। ভারত জানিয়েছে সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে এই সিদ্ধান্ত বদল করা হবে না।
বুধবার থেকে আটারি চেকপোস্টও বন্ধ করে দেওয়া হয়েছে। বৈধভাবে আসা পাক নাগরিকদের ১ মে-র মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।
510
সার্ক ভিসা স্থগিত
নতুন আর পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া হবে না। আগে যে ভিসা দেওয়া হয়েছে তা বতিল করে দেওয়া হয়েছে।
610
প্রতিরক্ষা কর্মীদের নির্দেশ
নতুন দিল্লির পাকিস্তান হাইকমিশনে পাকিস্তানের সামরিক ব্যক্তিদের দ্রুত দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।
710
সংখ্যা কমাতে নির্দেশ
হাইকমিশনে সদস্য সংখ্যা ৫০ থেকে কমিয়ে ৩০ করতে বলা হয়েছে। ১ মে-র মধ্যে নির্দেশ কার্যকর করতে নির্দেশ দিয়েছে।
810
পাকিস্তানি নাগরিকদের ভিসা স্থগিত
পাকিস্তানের নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত রাখা হয়েছে। ভারতে আসা পাক নাগরিকদের ২৭ এপ্রিলের মধ্যে ভারত ত্যাগ করতে বলেছে। মেডিক্যাল ভিসা নিয়ে যারা এসেছে তার ২৯ এপ্রিল পর্যন্ত থাাকতে পারে।
910
রিট্রিট অনুষ্ঠান
সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের আটারি, হুসেইনিওয়ালা এবং সাদকিতে রিট্রিট অনুষ্ঠানের সময় আনুষ্ঠানিক প্রদর্শনী কমিয়ে আনার জন্য একটি সুপরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছে। মূল পরিবর্তনগুলির মধ্যে রয়েছে ভারতীয় গার্ড কমান্ডারের সঙ্গে প্রতিপক্ষ গার্ড কমান্ডারের প্রতীকী করমর্দন স্থগিত করা। অনুষ্ঠানের সময় গেটগুলি বন্ধ থাকবে।
1010
সীমান্ত তৎপরতা বৃদ্ধি
সীমান্তে ভারত সেনা তৎপরতা বৃদ্ধি করেছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।