পশ্চিমীঝঞ্ঝার কারণে হতে পারে তুমুল শিলাবৃষ্টি! ঘূর্ণীঝড়ের পর নয়া বিপদের সংকেত
ফের শুরু হয়ে গিয়েছে গরমের দাপট। দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে গরম। ভয়ঙ্কর লু বইছে দেশের উত্তরের রাজ্যে।
লু বইতে পারে উত্তর পশ্চিম সীমান্তে ও মধ্য ভারতের বেশ কয়েকটি এলাকায়
তবে ২৯ মে পশ্চিমী ঝঞ্ঝা বইতে পারে। ব্যপক শিলাবৃষ্টি দেখা দেবে বেশ কয়েকটি রাজ্যে।
পশ্চিমী ঝঞ্জার কারণেই আগামী তিন দিনের মধ্যে দেখা দেবে ব্যাপক বৃষ্টিপাত।
জুন মাসেও কমবে না গরম গুজরাতে তাপ প্রবাহের সতর্কতা জারি করতে পারে আবহাওয়া দফতর।
এ ছাড়াও দিল্লি, দক্ষিণ হরিয়ানা, দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশে আগামী পাঁচ থেকে সাতদিন হিটওয়েভ চলবে ।
এ ছাড়াও তাপপ্রবাহ দেখা দেবে দেশের উত্তর পশ্চিম মধ্য এলাকায়।
রেমাল পালাতে বঙ্গেও শুরু হয়েছে অস্বস্তিকর গরম। অস্বস্তি কাটিয়ে বর্ষা আসতে সময় লাগবে আরও বেশ কয়েকটা দিন।