পশ্চিমীঝঞ্ঝার কারণে হতে পারে তুমুল শিলাবৃষ্টি! ঘূর্ণীঝড়ের পর নয়া বিপদের সংকেত

পশ্চিমীঝঞ্ঝার কারণে হতে পারে তুমুল শিলাবৃষ্টি! ঘূর্ণীঝড়ের পর নয়া বিপদের সংকেত

Anulekha Kar | Published : May 29, 2024 6:44 AM / Updated: May 29 2024, 06:45 AM IST
18
ব্যপক শিলাবৃষ্টির আশঙ্কা!

ফের শুরু হয়ে গিয়েছে গরমের দাপট। দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে গরম। ভয়ঙ্কর লু বইছে দেশের উত্তরের রাজ্যে।

28
ব্যপক শিলাবৃষ্টির আশঙ্কা!

লু বইতে পারে উত্তর পশ্চিম সীমান্তে ও মধ্য ভারতের বেশ কয়েকটি এলাকায়

38
ব্যপক শিলাবৃষ্টির আশঙ্কা!

তবে ২৯ মে পশ্চিমী ঝঞ্ঝা বইতে পারে। ব্যপক শিলাবৃষ্টি দেখা দেবে বেশ কয়েকটি রাজ্যে। 

48
ব্যপক শিলাবৃষ্টির আশঙ্কা!

পশ্চিমী ঝঞ্জার কারণেই আগামী তিন দিনের মধ্যে দেখা দেবে ব্যাপক বৃষ্টিপাত।

58
ব্যপক শিলাবৃষ্টির আশঙ্কা!

জুন মাসেও কমবে না গরম গুজরাতে তাপ প্রবাহের সতর্কতা জারি করতে পারে আবহাওয়া দফতর।

68
ব্যপক শিলাবৃষ্টির আশঙ্কা!

এ ছাড়াও দিল্লি, দক্ষিণ হরিয়ানা, দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশে আগামী পাঁচ থেকে সাতদিন হিটওয়েভ চলবে ।

78
ব্যপক শিলাবৃষ্টির আশঙ্কা!

এ ছাড়াও তাপপ্রবাহ দেখা দেবে দেশের উত্তর পশ্চিম মধ্য এলাকায়।

88
ব্যপক শিলাবৃষ্টির আশঙ্কা!

রেমাল পালাতে বঙ্গেও শুরু হয়েছে অস্বস্তিকর গরম। অস্বস্তি কাটিয়ে বর্ষা আসতে সময় লাগবে আরও বেশ কয়েকটা দিন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos