কুর্তা পরে ভারতীয়দের সঙ্গে মার্কিন সৈন্যদের '৩ পেগ' নাচ, বসন্ত পঞ্চমীর ভিডিও ভাইরাল, দেখুন

বসন্ত পঞ্চমীর আনন্দে সামিল মার্কিন সেনারা

নেচে উঠলেন পঞ্জাবী সুরে

সঙ্গী জম্মু ও কাশ্মীর রাইফেলস-এর সদস্যরা

ভাইরাল হল ৩৮ মিনিটের ভিডিও ক্লিপ

বসন্ত পঞ্চমীর আনন্দে ভারতীয়দের সঙ্গে মেতে উঠল মার্কিন সেনারাও। আর ভারতীয় ও মার্কিন সেনাদের সেই যৌথ নাচের বিরল মুহূর্তের ভিডিও মন জয় করল নেটিজেনদের। গত ১৬ ফেব্রুয়ারি তোলা ওই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।

৩৮ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে 'যুধ অভ্যাস' চলাকালীন শেরি মান-এর গাওয়া বিখ্যাত পাঞ্জাবি গান '৩ পেগ'-এর সঙ্গে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে ভারতীয় ও মার্কিন সৈন্যদের। ভিডিওতে নৃত্যরত মার্কিন সৈন্যদের পরণে ছিল ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক। ভারতীয় সংস্কৃতিটিরহ সঙ্গে তাদের খাপ খাইয়ে নেওয়ার এই প্রচেষ্টা মন জয় করে নিয়েছে ভারতীয় নেটিজেনদের।

Latest Videos

জানা গিয়েছে, এই ভিডিওতে যে মার্কিন সৈন্যদের নাচতে দেখা গিয়েছে, তাঁরা ১-২ স্ট্রাইকার ব্রিগেড কমব্যাট টিম ওরফে 'দ্য গোস্ট ব্রিগেড'-এর সদস্য। আর তাঁদেরকে বসন্ত পঞ্চমীর উৎসবে ,সামিল করেন ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীর রাইফেলস-এর একাদশ ব্যাটালিয়ন-এর সদস্যরা। 'দ্য গোস্ট ব্রিগেড'-এর পক্ষ থেকেই এই ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, 'আমাদের ভারতীয় বন্ধুদের জন্য বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা'।

৩৮ সেকেন্ড দীর্ঘ এই ক্লিপটি ভারতের 'বৈচিত্র্যের মধ্যে ঐক্য'-এর চিরন্তন আদর্শকে তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন, এই ভিজডিও ভারতীয় হিসাবে তাঁদেরকে গর্বিত করেছে। অনেকেই আবার বলছেন, তাঁদের সবথেকে ভালো লেগেছে ঐতিহ্যবাহী কুর্তায় আমেরিকান সৈন্যদের দেখতে।

 

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু