জম্মু-কাশ্মীরে বিশেষ তল্লাশি অভিযান চালাল সেনাবাহিনী, তুমুল গুলির লড়াই জঙ্গিদের সঙ্গে

Published : Jan 25, 2025, 08:03 PM IST
জম্মু-কাশ্মীরে বিশেষ তল্লাশি অভিযান চালাল সেনাবাহিনী, তুমুল গুলির লড়াই জঙ্গিদের সঙ্গে

সংক্ষিপ্ত

শুক্রবার রাতে, কাঠুয়ার ভাটোদি অঞ্চলে সন্দেহজনকভাবে কিছু বিষয় নজরে আসে সেনাবাহিনীর।

জম্মু-কাশ্মীরে সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে তুমুল সংঘর্ষ। জানা গেছে, জম্মু-কাশ্মীরের কাঠুয়া অঞ্চলে সেনাবাহিনীর উপর জঙ্গিরা গুলি চালায়। কিন্তু পাল্টা উত্তর দেয় সেনাবাহিনীও। তবে সেই গুলি বিনিময়ের জেরে কেউ নিহত হয়েছে বলে এখনও খবর পাওয়া যায়নি। যদিও এই অঞ্চলটিতে জঙ্গিদের খোঁজে সেনাবাহিনীর তল্লাশি অভিযান জারি রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শুক্রবার রাতে, কাঠুয়ার ভাটোদি অঞ্চলে সন্দেহজনকভাবে কিছু বিষয় নজরে আসে সেনাবাহিনীর। আর তারপরেই তারা বিশেষ তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু সেই সময়, হটাৎই সেনাবাহিনীর উপর গুলি চালায় জঙ্গিরা। কিন্তু পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। এরপর সেনাবাহিনী গোটা অঞ্চলটি ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। বলা চলে, শুরু হয়ে যায় চিরুনি তল্লাশি অভিযান।

অন্যদিকে, গত ২১ তারিখ জম্মুতেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেই খবর পেয়ে, জম্মু-কাশ্মীর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দেয়। তবে তার আগে সোপোরে সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে আরও একটি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে এক জওয়ান শহীদ হন। কিন্তু খালি হাতে ফেরেনি দেশের বীর জওয়ানরা। এদিকে সোপোরে জঙ্গিদের একটি আস্তানা সেনাবাহিনীও পাল্টা ধ্বংস করে দেয়। আর এরপরেই শুরু হয়ে যায় সংঘর্ষ।

আর তারপর এই ঘটনা। সূত্রের খবর, কাঠুয়ার ভাটোদি অঞ্চলে সন্দেহজনকভাবে কিছু বিষয় নজরে আসে সেনাবাহিনীর। আর তারপরেই তারা বেশ কিছু বিষয়ে তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু সেই সময়, হটাৎই সেনাবাহিনীর উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তবে অবশ্যই পাল্টা জবাব দিতে থাকে সেনাবাহিনী। 

এরপর সেনাবাহিনী গোটা অঞ্চলটি ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে দেয়। কার্যত, শুরু হয়ে যায় চিরুনি তল্লাশি অভিযান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত
বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব