সুপ্রিম কোর্টে আর আস্থা নয়! এবার থেকে রাজ্য সরকারের হয়ে সওয়াল করবেন কুণাল

Published : Jan 25, 2025, 05:03 PM IST
Supreme Court

সংক্ষিপ্ত

রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমতিতেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আইনজীবী বদল করেছে। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে তাও জানান হয়েছে। 

সুপ্রিম কোর্টে (Supreme Court) আইনজীবী বদল রাজ্যের। এবার আর রাজ্য সরকারের হয়ে আর সাওয়াল করতে দেখা যাবে না আস্থা শর্মাকে (Astha Sharma)। রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে আইনজীবী বদলের কথা জানিয়ে দিয়েছে। এতদিন সুপ্রিম কোর্টে রাজ্যের অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন আস্থা শর্মা। এবার সেই দায়িত্বে এলেন কুণাল মিমানি (Kunal Mimani)।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমতিতেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আইনজীবী বদল করেছে। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে তাও জানান হয়েছে। একদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যে কোনও মামলায় সওয়াল করতেন আস্থা শর্মা। সম্প্রতি আরজি কর মামলাতেও সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন আস্থা শর্মা। কিন্তু তারপরই হঠাৎ করে কেন সরিয়ে দেওয়া হল, তা স্পষ্ট করেনি রাজ্য সরকার।

সুপ্রিম কোর্টে এবার রাজ্যের অ্যাডভোকের্ট অন রেকর্ডের দায়িত্ব নিচ্ছেন কুণাল মিমানি। তিনি ১১ বছরের বেশি সময় ধরে আইনজীবী হিসেবে কাজ করছেন। তিনি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের হয়ে আইনজীবীর দায়িত্ব পালন করেছেনয়। দেশের নানা আদালতে সওয়াল করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস ইউনিটের হয়ে আদালতে সওয়াল করতে দেখা গিয়েছে কুণালকে। এ ছাড়া দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের হয়ে লড়ারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই কুণালই এ বার থেকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে লড়বেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে