শিলিগুড়ি করিডোরে সেনা বাহিনীর বিশেষ মহড়া, ৬০০ প্যারাট্রুপারের অনুশীলন দেখুন ভিডিওতে


সেনা বাহিনীর এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ভারতীয় সেনা বাহিনীর প্রায় ৬০০ প্যারাট্রুপারের এয়ারবর্ন ব়্যাপিড অ্যাকশন টিমের দল এই অনুশীলনে সামিল হয়েছিল। 

ভারতীয় সেনা বাহিনী (Indian Army) কৌশলগত করিডোর শিলিগুড়ির (Siliguri Coridor) কাছে প্রায় ৬০০ প্যারাট্রুপারকে (paratrooper) নিয়ে একটি বড় মহড়া চালিয়েছে। ২৪ ও  ২৫ মার্চ - টানা দুই দিন ধরে অনুশীলন করেছেন সেনা বাহিনীর শতাধিক প্যারাট্রুপার। প্রত্যেকেই ভারতীয় সেনা বাহিনীর ব়্যাপিট রেসপন্স টিমের সদস্য (Airborne Rapid Response team)। তবে এই অনুশীলন ভারতীয় সেনা বাহিনীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ চিন সীমান্তের কাছেই এই অনুশীলন চালান হয়েছে। 


সেনা বাহিনীর এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ভারতীয় সেনা বাহিনীর প্রায় ৬০০ প্যারাট্রুপারের এয়ারবর্ন ব়্যাপিড অ্যাকশন টিমের দল এই অনুশীলনে সামিল হয়েছিল।  বিভিন্ন বিমানঘাঁটি থেকে তাদের বিমানে তোলার পর শিলিগুড়ি করিডোরের কাছে একটি বড় আকাশে এয়ারড্রপ চালায়। অন্যদিকে সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার কভা ভিডিওতেও এই বিশাল কর্মযজ্ঞের ভিডিওটি দেখা যাচ্ছে। বেশ কয়েক জন প্যারাট্রুপার পরপর মাঝ আকাশে ওড়া বিমান থেকে পরপর লাফ দিচ্ছেন। প্যারাট্রুপাররা ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে প্যারাস্যুটগুলি।  রীতিমত রঙিন হয়ে উঠেছে বেশ কিছু এলাকা। 

Latest Videos

সেনা বাহিনীর পক্ষ থেকে জানান হয়েছে মহড়াটি অনেকটা উঁচু থেকে করা হয়েচে। ফ্রি-ফল কৌশল মেনে চলা হয়েছিল। সন্নিবেশ, নজরদারি ও টার্গেটিং অনুশীলন হিসেবে এটিকে দেখা হয়ে। এই মহড়ার মূল লক্ষ্যই হল শত্রুদের মাঝে ঢুকে উদ্ধারকাজ চালান বা শত্রুপক্ষকে নিকেশ করা। বিমানে করে শক্রদের মাঝে ছেড়ে দেওয়া হয় প্যারাট্রুপারদের। তারপর তারা নিজেদের মত করে কাজ করে। 

শিলিগুড়ি করি়ডোর উত্তর-পূর্বের রাজ্যগুলিকে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করে। নেপাল, ভূটান আর বাংলাদেশ সীমান্ত অবস্থিত এই এলাকা। এই তিন প্রতিবেশী দেশের পাশাপাশি চিন সীমান্ত দিয়েও ভারতের প্রবেশ করার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হল শিলিগুড়ি। সেনা সূত্রে খবর এটি এই মাসে এজাতীয় দ্বিতীয় মহড়া ছিল। 

ভারতীয় সেনা বাহিনী যখন এই মহড়া চালাচ্ছে তখন ভারতের বিদেশমন্ত্রী এক জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল  চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। গতকালই চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত সফরে এসেছে। তিনি লাদাখ ইস্যু-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারতের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন। সূত্রের খবর লাদাখ সমস্যা মিটিয়ে নেওয়া নিয়েও দুই পক্ষের আলোচনা হয়েছে।  লাধাক সমস্যা দ্রুত সমধানের বিষয়ে আলোচনা হয়েছে। 


 

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed