উচিত শিক্ষা দিয়েছিল জঙ্গিদের, এনকাউন্টারে গুলিবিদ্ধ ভারতীয় সেনার অ্যাসল্ট ডগ 'জুম' কেমন আছে?

শ্রীনগরের আর্মি ভেটেরিনারি হাসপাতালে একটি মেডিকেল টিমের কড়া পর্যবেক্ষণে রয়েছে জুম বলে সেনা আধিকারিকরা জানিয়েছেন। জুম হল একটি উচ্চ প্রশিক্ষিত, হিংস্র ও প্রতিশ্রুতিবদ্ধ সারমেয়। জঙ্গিদের দমন করার জন্য ও সনাক্ত করার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এটিকে। দক্ষিণ কাশ্মীরের সেনা অভিযানে প্রথম সারিতেই ছিল জুম। 

ভারতীয় সেনাবাহিনীর আক্রমণকারী কুকুর বা অ্যাসল্ট ডগ জুম কেমন রয়েছে? জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াই করার সময় গুরুতর জখম হয়েছিল জুম। তবে সেনাবাহিনী সূত্রে খবর তার অস্ত্রোপচারের পরে এখন জুমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সেনা আধিকারিকরা জানিয়েছেন 
আক্রমণকারী কুকুরটি ভারতীয় সেনার সঙ্গে এনকাউন্টার অভিযানে অংশ নেয়। কাশ্মীরের অনন্তনাগ এরিয়াতে তল্লাশি অভিযান চালানোর সময়ে  আহত হয় সে। ভারতীয় সেনা কর্মকর্তাদের মতে, তার পেছনের পা ভেঙে গেছে এবং তার মুখে আঘাত লেগেছে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টা তার শরীরের জন্য গুরুতর। 

শ্রীনগরের আর্মি ভেটেরিনারি হাসপাতালে একটি মেডিকেল টিমের কড়া পর্যবেক্ষণে রয়েছে জুম বলে সেনা আধিকারিকরা জানিয়েছেন। জুম হল একটি উচ্চ প্রশিক্ষিত, হিংস্র ও প্রতিশ্রুতিবদ্ধ সারমেয়। জঙ্গিদের দমন করার জন্য ও সনাক্ত করার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এটিকে। দক্ষিণ কাশ্মীরের সেনা অভিযানে প্রথম সারিতেই ছিল জুম। সেনা সূত্রের খবর একটি বাড়ির মধ্যে লুকিয়ে ছিল জঙ্গিরা। জুম সেই বাড়ির মধ্যে প্রবেশ করতেই সেটিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাতে দুটি গুলি লেগেছে জুমের। গুলিবিদ্ধ অবস্থাতেও জুম দীর্ঘ সময় সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে অভিযানে সামিল হয়েছিল। এই এনকাউন্টারে লস্কর -ই - তৈবার দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে। আহত হয়েছে এক সেনা জওয়ান।

Latest Videos

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের তাংপাওয়া গ্রামে একটি এনকাউন্টার শুরু হওয়ার পর জুম বাহিনীকে দুই জঙ্গিকে নির্মূল করতে সাহায্য করেছিল। রবিবার রাতে অনন্তনাগ জেলার কোকেরনাগের কাংপাওয়াস গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের একপ্রস্থ গুলির লড়াই হয়। সেখানে দুই জঙ্গি আহত হয়। এখনও এক জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে অনুমান ভারতীয় সেনা বাহিনীর। জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারের মধ্যেই পড়ে গিয়েছিল জুম। সেই সময়ই সেটি গুরুতর চোট পায় বলে অনুমান চিকিৎসকদের। 

ভারতীয় সেনা বাহিনীর চিনার কর্পস টুইট করে জুমের দ্রুত আরোগ্য কমানা করেছে। সেনা বাহিনীর পক্ষ থেকে জানান হয়েছে, জুম অভিযানের সময় সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে গিয়ে গুরুতর আহত হয়েছে। তাকে শ্রীনগর আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুমের দ্রুত আরোগ্য কামনা করছে ভারতীয় সেনা বাহিনী। সেনা বাহিনীর এই বার্তার পরিপ্রেক্ষিতে অনেকেই জুমের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। পাশাপাশি সেনা কুকুরের জন্য আরোগ্য কামনা করেছে। 

অন্যের সঙ্গে দুর্গা-দর্শন পছন্দ হয়নি প্রেমিকের, ধর্ষণ করে হত্যার চেষ্টা প্রেমিকাকে

এবার ইডির জালে মানিক ভট্টাচার্য, রাতভর জেরার পর গ্রেফতার প্রাথমিকের প্রাক্তন সভাপতি 

বালাসাহেব ঠাকরের প্রকৃত উত্তরাধিকারী কে? উত্তর না মেলায় দুই গোষ্ঠীকেই অন্তবর্তী চিহ্ন আর নাম কমিশনের

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News