
পড়ে আছে পাক মিসাইলের টুকরো, কামাল দেখাল S-400, পাকিস্তানে হাহাকার
Indian Air Defence System : পহেলগাঁও হামলার জবাব, ভারত ‘অপারেশন সিঁদুর’ চালু করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের অভ্যন্তরে ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে লক্ষ্যবস্তু, পরিমাপিত হামলা চালায়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এই অভিযানে কোনও পাক সামরিক স্থাপনাকে আঘাত করা হয়নি।অভিযানে অংশ নেয় ভারতীয় বিমান বাহিনী, এবং ব্যবহৃত হয় অত্যাধুনিক S-400 ‘সুদর্শন চক্র’ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। জানা গেছে, অভিযানে ভারতের দিকে অগ্রসরমান একাধিক শত্রু লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে।জবাবে, পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে অবন্তীপুরা, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, জলন্ধর এবং লুধিয়ানা-সহ উত্তর ও পশ্চিম ভারতের বেশ কিছু অঞ্চলে হামলার চেষ্টা চালায়। তবে এইসব আক্রমণ ভারতীয় ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়।