গত এক দশকে ভারতের সঙ্গে ইতালির কূটনৈতিক সম্পর্ক অনেক উন্নত হয়েছে। দু'দেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্কও বেশ ভালো। জি ৭ সম্মেলনে তারই প্রতিফলন দেখা গেল।
এবারের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরেই নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছিলেন। এবার জি সম্মেলনে দেখা হতেই উচ্ছ্বসিত হয়ে উঠলেন ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি। তিনি ভারতীয় প্রথায় নমস্কার করে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিমুখে সেলফি তুলতেও দেখা গেল ইতালির প্রধানমন্ত্রীকে। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। #Melodi ট্রেন্ডিং। মোদী-মেলোনিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চাও চলছে। দুই প্রধানমন্ত্রীকে নিয়ে নানা মিমও দেখা যাচ্ছে। মোদী ও মেলোনির ব্যক্তিগত সম্পর্কের মতোই ভারত ও ইতালির কূটনৈতিক সম্পর্কও উন্নত হচ্ছে। এতে দু'দেশই লাভবান হতে পারে।
মোদী-মেলোনির দ্বিপাক্ষিক বৈঠক
জি ৭ সম্মেলনের ফাঁকেই শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন মোদী ও মেলোনি। দক্ষিণ ইতালির আপুলিয়ায় যান মোদী। সেখানেই মেলোনির সঙ্গে তাঁর বৈঠক হয়। জি ৭ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর জন্য মেলোনিকে ধন্যবাদ জানান মোদী। দুই প্রধানমন্ত্রী কূটনৈতিক সম্পর্ক ও কৌশলগত বোঝাপড়ার ক্ষেত্রে উন্নতির উপর জোর দিয়েছেন। ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ ইকনমিক করিডর-সহ বিভিন্ন আন্তর্জাতিক ও বহুদেশীয় মঞ্চে সহযোগিতা বৃদ্ধি করার বিষয়েও সহমত পোষণ করেছেন মোদী ও মেলোনি।
কৌশগত বোঝাপড়া ভারত-ইতালির
বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারত ও ইতালির প্রধানমন্ত্রী ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অবাধ ও মুক্ত করার জন্য উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন।’ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে চিন। পাল্টা ইতালিকে সঙ্গে নিয়ে এই অঞ্চলে দাপট দেখানোর চেষ্টা করছে ভারত। এই কারণেই মোদীর ইতালি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর্থিক করিডরের মাধ্যমে পশ্চিম এশিয়া ও ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করছে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
পোপকে জড়িয়ে ধরে শুভেচ্ছা নরেন্দ্র মোদী, ছবি শেয়ার করে জানালেন ফ্রান্সিসকে ভারত সফরে আমন্ত্রণের কথা
মোদীর তৃতীয় মেয়াদ দেশের অর্থনৈতিক বুনিয়াদ মজবুত করবে, আশাবাদী মনোজ লাডওয়া
Narendra Modi: ১৮ জুন মোদীর বারাণসী সফর, দেখুন ৪ঘণ্টা ৫০ মিনিটের ঠাসা কর্মসূচি