Viral Video: বাজছে সাইরেন! সরকারি গাড়িতে উঠে মদ্যপ হয়ে নাচ, ভিডিও দেখলে গা জ্বলে যাবে

Published : Jun 15, 2024, 12:15 PM IST
Noida

সংক্ষিপ্ত

বাজছে সাইরেন! সরকারি গাড়িতে উঠে মদ্যপ হয়ে নাচ, ভিডিও দেখলে গা জ্বলে যাবে

সরকারি গাড়ির উপরে উঠে মদ্যপ নাচ! গাড়িতে রয়েছে ভারত সরকারের স্টিকার। অনবরত বাজছে সাইরেন। শুধু তাই নয় বোনেটের উপরে উঠে কারও দিকে একটা তরলও ছুঁড়ে দিচ্ছেন এক ব্যক্তি ভিডিও ভাইরাল হতেই ব্যপক শোরগোল শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। গাড়িরির বোনেটে উঠে কেকও কেটেছে ওই যুবক। কোনও জন্মদিন পালনের জন্যই যুবক এমন আচরণ করেছে বলে মনে করছে পুলিশ। 

এভাবে সরকারি গাড়ির উপরে এরকম অসভ্য আচরণ দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। তবে কি এই ব্যক্তি কোনও সরকারি কর্মী? যদিও তাই হয়ে থাকেন তবে ভারত সরকারের স্টিকার লাগানো গাড়িতে এইরকম কার্যকলাপ করার ধৃষ্টতা কীভাবে পেলেন? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মন্তব্যে।

 গাড়িটি নয়ডার বলেই জানা গিয়েছে। এই ভিডিও শেয়ার করে এক ব্যক্তি লেখেন, " নয়ডার রাস্তায় প্রকাশ্যে  গুন্ডামি!  মদ্যপ অবস্থায় গাড়ির উপরে উঠে অসভ্যতা।  মদ্যপ অবস্থায় গুন্ডামি চলছে।  তার উপরে গাড়ির গায়ে লেখা 'ভারত সরকার 'এই  ধরনের লোকেদের জিজ্ঞাসা করুন কোন সরকারি বিভাগে কাজ করেন তাঁরা?"

এরপরেই ভিডিওটি পুলিশের চোখে পড়ে। এবং সঙ্গে সঙ্গে গাড়িটিকে আটক করেন পুলিশ। তবে এই ঘটনা অত্যন্ত নিন্দনিয় বলেই মত নেটিজেনদের। কীভাবে সরকারি গাড়িতে উঠে এই ধরনের কাজ করা হল আর অভিযুক্তই বা কোন সরকারি পদে রয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এখনও অভিযুক্তের আসল পরিচয় জানা যায়নি।

 

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল