প্রায়শই দূরপাল্লার ট্রেনে নানারকম অপ্রীতিকর ঘটনার খবর সামনে আসে। সেইসমস্ত ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এবার বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় রেলওয়ে। রেলের তরফে প্রতিটি ট্রেনের কামরায় বসতে চলেছে সিসিটিভি।
26
বিজ্ঞপ্তি জারি রেলের
এই বিষয়ে রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, এবার থেকে পরীক্ষামূলক ভাবে রেলের প্রতিটা কামরায় বসছে সিসিটিভি। উত্তর রেলের আওতায় থাকা লোকো ইঞ্জিন এবং কামরায় পরীক্ষামূলক ভাবে সিসি ক্যামেরা লাগানোর কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।
36
রেলের সব জোনেই CCTV
এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলের প্রতিটি জোনেই এবার থেকে পরীক্ষামূলক ভাবে বসবে সিসিটিভি ক্যামেরা। সমস্ত কোচ এবং ইঞ্জিনে এই ক্যামেরা বসানো সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক।
এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিক ভাবেই রেলের যাত্রী সুরক্ষা বাড়বে। ট্রেনে একা একা ভ্রমণ বিশেষ করে মহিলাদের জন্য নিরাপদ হয়ে উঠবে।
56
কমবে ট্রেনের ভিতর দুস্কৃতী দৌরাত্ম্য
রেলের এই পদক্ষেপের ফলে খুব স্বাভাবিক ভাবেই ট্রেনের কামরায় ভিতর খারাপ কাজ, দুস্কৃতীদের দৌরাত্ম্য অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। যাত্রীদের ব্যক্তিগত পরিসর সুরক্ষিত রাখতে কেবলমাত্র কামরায় ঢোকার মুখে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে।
66
কাজ পর্যবেক্ষণ রেলমন্ত্রীর
শনিবারই এই বিষয়ে রেলমন্ত্রী সমস্ত কাজকর্ম খতিয়ে দেখেন। রেল সূত্রে খবর, খুব শীঘ্রই ১৫ হাজার লোকোমোটিভ ও ৭৪ হাজার কোচে এই সিসিটিভি লাগানো হবে।