WB Weather Forecast News: রবিবার ছুটির দিনে সকাল থেকেই চলছে রোদের আড়ালে মেঘের লুকোচুরি খেলা। শনিবার রাতের ঝড়বৃষ্টিতে পারদ পতন হয়েছে অনেকটা। আজ কেমন থাকবে সারাদিনের আবহাওয়া? জানুন বিস্তারিত… 

WB Weather Forecast News: জৈষ্ঠ্যের শুরুতেই গরমে তেতেপুড়ে যাওয়ার মতন অবস্থা। সকাল থেকেই একেবারে ঘেমেনেয়ে একাকার অবস্থা আমজনতার। ঘর থেকে বেরলেই গরমে জ্বালা ধরে যাচ্ছে শরীরে। কবে মিলবে এই উষ্ণ আবহাওয়া থেকে মুক্তি? রইল আবহাওয়ার বড় আপডেট। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর (Alipur Metrological Department), দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও একটু এগোলো নির্ধারিত দিনের আগেই বঙ্গে বর্ষা প্রবেশ করবে। দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী বায়ু ঢুকে পড়েছে। যা আগামী কয়েকদিনে মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশ এবং উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়বে। যারফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update):-

দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বিকেল পর্যন্ত থাকবে গরম সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া। অস্বস্তি বেশি বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। বুধবারের মধ্যে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।

ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে। কোনও কোনও জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলী জেলাতে। এই জেলায় কালবৈশাখীর পরিস্থিতি ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে আগাম পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতাতে (Kolkata weather forecast)।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে (North Bengal Weather Forecast News)

উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের পাঁচ জেলায়। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে ওপরের পাঁচ জেলাতে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। রবিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর দিনাজপুর জেলাতেও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।