Indian Railways: ১ জুলাই থেকে বাড়ছে ট্রেনের ভাড়া, জেনে নিন কোন ট্রেনে কত ভাড়া বৃদ্ধি হবে

Published : Jun 25, 2025, 10:48 AM IST

Indian Railways: পয়লা জুলাই থেকে দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়ছে। লোকাল ট্রেনের ভাড়া অপরিবর্তিত থাকলেও, এসি, নন-এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া বৃদ্ধি পাচ্ছে। ৫০০ কিলোমিটারের বেশি যাত্রায় দ্বিতীয় শ্রেণির যাত্রীদের সামান্য ভাড়া বৃদ্ধি হবে।

PREV
110

মধ্যবিত্তের পকেটে পড়তে চলেছে চাপ। পয়লা জুলাই থেকে বাড়তে চলেছে রেলের ভাড়া। এবার ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এতে চিন্তায় সমস্ত যাত্রীরা।

210

কদিন আগেই রেলের অবসরপ্রাপ্ত কর্মীদের পুনঃনিয়োগ সংক্রান্ত ভালো খবর প্রকাশ করেছিল ভারতীয় রেল। আর এবার প্রকাশ্যে আসা নয়া খবর চিন্তায় ফেলল যাত্রীদের।

310

জানা যাচ্ছে, মূলত দূরপাল্লার ট্রেনেরই ভাড়া বাড়াচ্ছে রেল। তবে স্বস্তির খবর আপাতত লোকাল ট্রেনের ভাড়া বাড়ছে না।

410

জানা যাচ্ছে, এসি, নন এসি মেল এবং এক্সপ্রেস-সব বিভিন্ন শ্রেণির দূরপাল্লার ট্রেনের ভাড়া দ্বিগুণ করতে চলেছে ভারতীয় রেল। তবে, লোকাল ট্রেনের ভাড়া এবং মান্থলির দাম অপরিবর্তিত থাকবে।

510

এছাড়া ৫০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণে সাধারণ দ্বিতীয় শ্রেণির যাত্রীদের কোনও বাড়তি ভাড়া দিতে হবে না।

610

৫০০ কিলোমিটারের বেশি যাত্রা করলে সেক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির যাত্রীদের প্রতি কিলোমিটারে আধ পয়সা অর্থাৎ নামমাত্রা ভাড়া বাড়তে পারে।

710

নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা করে বাড়তে পারে।

810

নয়া তালিকা অনুসারে, এসি ক্লাসের টিকিটে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে বাড়বে ভাড়া। পয়লা জুলাই থেকে মেলে এক্সপ্রেস ট্রেনে চাপতে হলে অতিরিক্ত এক পয়লা করে বেশি ভাড়া দিতে হবে।

910

সব মিলিয়ে প্রকাশ্যে এল নয়া তালিকা। যেখানে উল্লেখ রয়েছে নতুন ভাড়ার। যেখানে উল্লেখ রয়েছে কত কিলোমিটারে বাড়বে কত টাকা।

1010

স্বল্প দূরত্বের যাত্রী বা দৈনিক যাত্রীদের কোনও খরচ বাড়বে না আপাতত। এমনই আশ্বাস দিয়েছে ভারতীয় রেলের কর্তৃপক্ষ।

Read more Photos on
click me!

Recommended Stories