জুলাইয়ে একটানা ৭ দিন ছুটি মিলবে রাজ্যের স্কুলগুলিতে? নয়া তালিকা প্রকাশ করল সরকার

Published : Jun 25, 2025, 09:33 AM IST

গরমের তেজে ঘরে টেকা দায়। বৃষ্টি তো দূর, ভ্যাপসা গরমে রীতিমত কাবু আট থেকে আশি। এই আবহে জুলাই মাস খুশির খবর নিয়ে আসছে এই রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য। একটানা নাকি ৭ দিন ছুটি পেতে চলেছে তারা! কীভাবে?

PREV
111

জুন মাসেই খেল দেখাচ্ছে আবহাওয়া। টানা কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তি ফিরলেও এখন আবার গরমের চোখ রাঙানি শুরু হয়েছে। ফলে কালঘাম ছুটে গিয়েছে।

211

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গরমের পারদ আরও চড়বে।

411

গ্রীষ্মের ছুটি শেষ হয়ে অনেক দিন পার হয়ে গেছে। জুন মাস এখন শেষের দিকে... আর এক সপ্তাহ পরেই জুলাই। গ্রীষ্মের ছুটিতে মজা করে কাটিয়ে আবার স্কুলে ফিরতে ছাত্রছাত্রীদের কষ্ট হচ্ছে।

511

কবে ছুটি আসবে এই প্রতীক্ষায় থাকা ছাত্রছাত্রীদের জন্য জুন মাস বেশ নিরাশাজনক... এই মাসে রবিবার ছাড়া কোন বিশেষ ছুটি নেই।

611

তবে জুলাই মাসে খুশির খবর এই রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য। একটানা ৭দিন অর্থাৎ এক সপ্তাহ টানা ছুটি থাকতে পারে তাঁদের।

711

জুলাই মাসে কিছু উৎসব থাকার কারণে এই ছুটি পাবে ছাত্রছাত্রীরা। জানা যাচ্ছে মহরমের জন্য বিশেষ ছুটি থাকবে।

811

জুলাইয়ের শুরুতেই মুসলিমদের পবিত্র মহরম উৎসব। এটি ৬ জুন, রবিবার। তাই সেদিন ছুটি থাকবেই। তবে ৫ জুন, শনিবার, অর্থাৎ মহরমের আগের দিন (৯ম মহরম) এই রাজ্য সরকার ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছে। তাই কিছু ছাত্রছাত্রী ৫ জুন ছুটি নেওয়ার সুযোগ পাবে।

911

জুলাই মাসে উৎসবের ছুটি ছাড়াও চারটি রবিবার এবং একটি দ্বিতীয় শনিবার ছুটি থাকবে। অর্থাৎ পাঁচ দিন সাধারণ ছুটি, এক দিন উৎসবের ছুটি এবং এক দিন ঐচ্ছিক ছুটি মিলে জুলাই মাসে মোট সাত দিন ছুটি থাকছে।

1011

রবিবার এবং দ্বিতীয় শনিবারের ছুটি তো আছেই। তার আগে তেলেঙ্গানা জুড়ে জুলাই মাসে বোনালু উৎসব পালিত হবে। বিশেষ করে হায়দরাবাদে তা ধুমধাম করে পালিত হয়।

1111

আষাঢ় মাস শুরু হয়ে গেছে...আষাঢ় মাসের শেষ রবিবার হায়দরাবাদ জুড়ে বোনালু পালিত হবে... পরের দিন (২১ জুলাই) সোমবার তেলেঙ্গানা সরকার ছুটি ঘোষণা করেছে।

Read more Photos on
click me!

Recommended Stories