গরমের তেজে ঘরে টেকা দায়। বৃষ্টি তো দূর, ভ্যাপসা গরমে রীতিমত কাবু আট থেকে আশি। এই আবহে জুলাই মাস খুশির খবর নিয়ে আসছে এই রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য। একটানা নাকি ৭ দিন ছুটি পেতে চলেছে তারা! কীভাবে?
গ্রীষ্মের ছুটি শেষ হয়ে অনেক দিন পার হয়ে গেছে। জুন মাস এখন শেষের দিকে... আর এক সপ্তাহ পরেই জুলাই। গ্রীষ্মের ছুটিতে মজা করে কাটিয়ে আবার স্কুলে ফিরতে ছাত্রছাত্রীদের কষ্ট হচ্ছে।
511
কবে ছুটি আসবে এই প্রতীক্ষায় থাকা ছাত্রছাত্রীদের জন্য জুন মাস বেশ নিরাশাজনক... এই মাসে রবিবার ছাড়া কোন বিশেষ ছুটি নেই।
611
তবে জুলাই মাসে খুশির খবর এই রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য। একটানা ৭দিন অর্থাৎ এক সপ্তাহ টানা ছুটি থাকতে পারে তাঁদের।
711
জুলাই মাসে কিছু উৎসব থাকার কারণে এই ছুটি পাবে ছাত্রছাত্রীরা। জানা যাচ্ছে মহরমের জন্য বিশেষ ছুটি থাকবে।
811
জুলাইয়ের শুরুতেই মুসলিমদের পবিত্র মহরম উৎসব। এটি ৬ জুন, রবিবার। তাই সেদিন ছুটি থাকবেই। তবে ৫ জুন, শনিবার, অর্থাৎ মহরমের আগের দিন (৯ম মহরম) এই রাজ্য সরকার ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছে। তাই কিছু ছাত্রছাত্রী ৫ জুন ছুটি নেওয়ার সুযোগ পাবে।
911
জুলাই মাসে উৎসবের ছুটি ছাড়াও চারটি রবিবার এবং একটি দ্বিতীয় শনিবার ছুটি থাকবে। অর্থাৎ পাঁচ দিন সাধারণ ছুটি, এক দিন উৎসবের ছুটি এবং এক দিন ঐচ্ছিক ছুটি মিলে জুলাই মাসে মোট সাত দিন ছুটি থাকছে।
1011
রবিবার এবং দ্বিতীয় শনিবারের ছুটি তো আছেই। তার আগে তেলেঙ্গানা জুড়ে জুলাই মাসে বোনালু উৎসব পালিত হবে। বিশেষ করে হায়দরাবাদে তা ধুমধাম করে পালিত হয়।
1111
আষাঢ় মাস শুরু হয়ে গেছে...আষাঢ় মাসের শেষ রবিবার হায়দরাবাদ জুড়ে বোনালু পালিত হবে... পরের দিন (২১ জুলাই) সোমবার তেলেঙ্গানা সরকার ছুটি ঘোষণা করেছে।