8th Pay Commission: শুরু হল অষ্টম বেতন কমিশনের প্রস্তুতি, কত গুণ বেতন বাড়ছে ১ কোটি কর্মী ও পেনশনভোগীদের?

Published : Jun 24, 2025, 12:35 PM IST

8th Pay Commission: কেন্দ্রীয় কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন খবর। ২০২৬ সালের জানুয়ারি থেকে লাগু হবে নতুন বেতন কাঠামো, যা ১ কোটিরও বেশি কর্মী ও পেনশনভোগীদের উপকৃত করবে। ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির আশায় কর্মীরা।

PREV
110

কেন্দ্রীয় কর্মীদের জন্য বিরাট খবর। যত সময় এগিয়ে যাচ্ছে তত বাড়ছে প্রত্যাশা। এবার ফের প্রকাশ্যে এল অষ্টম বেতন কমিশন নিয়ে বিরাট খবর।

210

২০২৫ সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছে কেন্দ্র। জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে লাগু হবে অষ্টম বেতন কমিশন।

310

তবে, এই নিয়ে এখনও পর্যন্ত কোনও কমিটি গঠিত হয়নি। কবে হবে সেই নিয়ে উঠে প্রশ্ন। এরই মাসে অষ্টম বেতন কমিশন নিয়ে সামনে এল বিরাট খবর।

410

কেন্দ্রীয় সরকার বর্তমানে সরকার কমিশনের সদস্যদের নাম বা শর্তাবলী প্রকাশ করলেও কর্মীদের মনে বাড়ছে আশা।

510

নতুন বেতন কমিশনে, সরকারি কর্মচারীরা ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পাবেন বলে আশা করা হচ্ছে। এই গুণকটি বেতন স্কেল পুনর্গণনা করার জন্য ব্যবহৃত হয়।

610

সপ্তম কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। এবার আশা করা যাচ্ছে তা হবে ২.৮৬।

710

অন্যদিকে আবার কর্মচারী ইউনিয়নগুলো এটিকে ৩.৬৮-এ উন্নীত করার দাবি জানাচ্ছে। তা বাস্তবায়িত হলে ভালো পরিমাণে বেতন বাড়বে।

810

ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ হলে ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে বেড়ে ৫১,৪৮০ টাকা হবে। অন্যদিকে, ন্যূনত পেনশন ৯ হাজার থেকে বেড়ে ২৫,৭৪০ হবে।

910

সে যাই হোক, অষ্টম বেতন কমিশনের গঠন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর।

1010

অষ্টম বেতন কমিশন কার্যকর হলে উপকৃত হবেন ১ কোটি সরকারি কর্মী এবং পেনশনভোগীরা।

Read more Photos on
click me!

Recommended Stories