প্রবীণ নাগরিক এবং মহিলাদের জন্য এবার বিশেষ সুবিধা রেলের, জেনে নিন বিশদে

Published : Nov 19, 2024, 06:57 PM IST

নিম্ন বার্থের সুবিধা প্রদানের পাশাপাশি তাদের সুরক্ষার বিষয়টিও বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

PREV
19
বয়স্ক নাগরিকদের জন্য কি কি সুবিধা রয়েছে দেখে নেওয়া যাক

ভারতীয় রেল সম্প্রতি বয়স্ক নাগরিকদের জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে। 

29
বয়স্ক যাত্রীদের যাত্রা আরামদায়ক ও নিরাপদ করাই লক্ষ্য

রেলের এই সুবিধা ৪৫+ মহিলা, ৫৮+ পুরুষদের জন্য। 

39
নিম্ন বার্থে প্রাধান্য, বয়স্কদের সুবিধার জন্য

নিম্ন বার্থ আগাম বুকিং। 

49
বয়স্কদের ওঠা-নামায় সুবিধা, পড়ে যাওয়ার ঝুঁকি কম।

সঙ্গে নিরাপত্তা সহায়তা। 

59
RPF ও রেলকর্মীরা সহায়তা করবেন।

প্রতি কোচে জরুরি বোতাম।

69
নিম্ন বার্থের সুবিধা প্রদানের পাশাপাশি

তাদের সুরক্ষার বিষয়টিও বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

79
নিম্ন বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে

বয়স্কদের সুবিধার জন্যই এই ব্যাবস্থা।

89
তাই এখন থেকে আর নেই কোনও চিন্তা

সহজেই এবার ট্রেন ভ্রমণ। 

99
তাহলে আর দেরি কীসের?

কেটে ফেলুন টিকিট ঝটপট। 

click me!

Recommended Stories