২৬ ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের ভাড়া, জেনে নিন কত কিমি যেতে খরচ কত পড়বে

Published : Dec 22, 2025, 10:22 AM IST

২৬ ডিসেম্বর থেকে রেলের ভাড়া বাড়ানো হচ্ছে, যা দূরপাল্লার যাত্রাকে আরও ব্যয়বহুল করে তুলবে। তবে লোকাল ট্রেন, মাসিক সেশন টিকিট এবং ২১৫ কিলোমিটারের মধ্যে জেনারেল কোচের ভাড়ায় কোনও পরিবর্তন আনা হয়নি। জেনে নিন বিস্তারিত।

PREV
15

২৬ ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের ভাড়া। এবার থেকে ট্রেনে যাতায়াত হল আরও খরচ সাপেক্ষ। পুরনো গন্তব্যে যেতে এবার থেকে গুণতে হবে মোটা টাকা। সদ্য প্রকাশ্যে এল নয়া তালিকা। তবে লোকাল ট্রেনের ভাড়া এখনই বাড়ানো হচ্ছে না। এবার জেনে নিন কোন কোন ট্রেনে বাড়ছে ভাড়া। 

25

নয়া ভাড়ার কাঠামোয় লোকাল ও মাসিক সেশনের টিকিটের দাম বাড়ানো হচ্ছে না। ২১৫ কিমি-র মধ্যে যারা জেনারেল কোচে ভ্রমণ করবেন, তাদের ক্ষেত্রেও কোনও ভাড়া বাড়ছে না। প্রকাশ্যে এল এমনই তথ্য। এবার বাড়ছে ভাতা। তাও নির্দিষ্ট কিলোমিটারের ওপর নির্ভর করে।

35

প্রকাশ্যে আসা খবর বলছে, ২১৫ কিলোমিটারের মধ্যে এক পয়সা করে ভাড়া বাড়াবে জেনারেল কামরার জন্য। মেইল ও এক্সপ্রেস ট্রেন নন এসি ও এসি ক্লাসে প্রতি কিমি দু পয়সা করে ভাড়া বাড়বে।

45

৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে যাতায়াত করবেন, নন- এসি কামরার ক্ষেত্রে ১০ টাকা করে ভাড়া বাড়ানো হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, এই সমান্য ভাড়া বৃদ্ধিতেই রেলের ৬০০ কোটি টাকা আয় হবে।

55

তবে, এই সামান্য ভাড়া বৃদ্ধিতেও চিন্তার ভাঁজ অনেকের কপালে। এবার থেকে বাড়বে ভাড়া। ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে যাতায়াত করবেন, নন- এসি কামরার ক্ষেত্রে ১০ টাকা করে ভাড়া বাড়ানো হচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories