নতুন বছরই দারুন খবর পেতে চলেছেন সরকারি কর্মীরা। কারণ কেন্দ্রের মোদী সরকার কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য আরও একবার ডিএ বা মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ ঘোষণা করতে চলেছে।
নতুন বছরই দারুন খবর পেতে চলেছেন সরকারি কর্মীরা। কারণ কেন্দ্রের মোদী সরকার কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য আরও একবার ডিএ বা মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ ঘোষণা করতে চলেছে। এমনিতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশনের সুপারিশ করা হয়েছে।
25
ডিএ ঘোষণা
কেন্দ্রীয় সরকার সাধারণত কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য বছরে দুইবার ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করে থাকেন। একটি বছরের প্রথম । অন্যটি বছরের মাঝামাঝি সময়। আর তাই কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশা জানুয়ারি মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ নিয়ে সুখবর পেতে পারেন।
35
২% DA বৃদ্ধি
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর এবার সরকারি কর্মীদের জন্য ২% হারে DA বৃদ্ধি করা হতে পারে। এতে ১ কোটিরও বেশি সরকারি কর্মী ও পেনশনভোগীরা উপকৃত হবেন। কিন্তু এখনও কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। কেন্দ্র সরকার যদি ২% DA বাড়ায় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০% DA পাবেন। বর্তমানে তারা ৫৮% DA পান।
কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএর ফারাক অনেকটাই বাড়বে। বর্তমানে রাজ্যের সরকারি কর্মীরা ১৮% হারে DA পান। আপাতত রাজ্য সরকার ডিএ বাড়াবে কিনা তা স্পষ্ট নয়। আগামী বছর ভোটের আগে রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করতে পারে।
55
রাজ্যের ডিএ দাবি
রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই ডিএ-এর দাবিতে সরব। কেন্দ্রীয় সরকারের সঙ্গে একই হারে তারা ডিএ-র দাবি জানিয়ে আসছে। আন্দোলনের পাশাপাশি সুপ্রিম কোর্টেও লড়াই করছে। সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে রাজ্যের সরকারি কর্মীরা।