- Home
- West Bengal
- West Bengal News
- সপ্তাহান্তে ভোগান্তি, শিয়ালদা-হাওড়া লাইনে বাতিল একাধিক ট্রেন, প্রকাশ্যে এল তালিকা
সপ্তাহান্তে ভোগান্তি, শিয়ালদা-হাওড়া লাইনে বাতিল একাধিক ট্রেন, প্রকাশ্যে এল তালিকা
পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশনে মেরামতির কাজের জন্য সপ্তাহান্তে ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়তে চলেছে। বিজ্ঞপ্তি অনুসারে, ২০ এবং ২১ ডিসেম্বর একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে।

সপ্তাহান্তে ফের খারাপ খবর। একবার নতুন করে দুর্ভোগের শিকার হতে চলেছেন রেল যাত্রীরা। আবারও বাতিল থাকতে চলেছে বহু ট্রেন। এর পাশাপাশি বহু ট্রেনের চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হবে। ২০ এবং ২১ ডিসেম্বর ট্রেন বাতিল থাকবে।
পূর্ব রেলের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন লিমিটে আপ নৈহাটি লাইনে পয়েন্ট নং ২৮৬ বি / ২৬৯ এ (কিমি ৩৯/ ১-৩) -তে ডায়মন্ড ক্রশিং-র নবীকরণের কাজের জন্য আজ ২০ ডিসেম্বর শনিবার রাত ২৩:৩০ মিনিট থেকে ২১ ডিসেম্বর রবিবার ভোর ৫:৩০ মিনিট অবধি ট্র্যাফিক ব্লকের দরকার পড়বে। যে কারণে আজ বাতিল থাকবে বহু ট্রেন।
বিজ্ঞপ্তি অনুসারে, নৈহাটি থেকে ট্রেন নম্বর ৩৭৫৫৭, ব্যান্ডেল থেকে ৩৭২৮৪, হাওড়া থেকে ট্রেন নম্বর ৩৭২৮৯ বাতিল থাকবে। রবিবার নৈহাটি থেকে ট্রেন নম্বর ৩৭৫২১, ব্যান্ডেল থেকে ৩৭৫২২ বাতিল থাকবে। অন্যদিকে ট্রেন নম্বর ৬৩৫০১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটি রবিবার ডানকুনি-বর্ধমান হয়ে পথ পরিবর্তন করবে।
সদ্য জারি হয়েছে এমন বিজ্ঞপ্তি। সপ্তাহান্তে ফের ভোগান্তি হতে চলেছে। এবার এল খারাপ খবর। একবার নতুন করে দুর্ভোগের শিকার হতে চলেছেন রেল যাত্রীরা। একাধিক ট্রেন বাতিল হতে চলেছে।
ডিসেম্বরের শেষ দুদিন হবে ভোগান্তি। যাত্রীরা এই কদিন সমস্যায় পড়তে পারেন। অসুবিধার জন্য যাত্রীদের কাছে রেলের তরফে ক্ষমা অবধি চাওয়া হয়েছে।

