Indian Railways: বেড়াতে গেলে বাড়তি খরচ, বড়দিনের পরেই বাড়ছে ট্রেনের টিকিটের দাম

Published : Dec 21, 2025, 01:15 PM ISTUpdated : Dec 21, 2025, 01:33 PM IST
Indian Railways Ticket

সংক্ষিপ্ত

Indian Railways: ভারতীয় রেলের আয় বাড়ানোর জন্য গত কয়েক বছরে নানা পন্থা অবলম্বন করা হয়েছে। এবার সরাসরি ভাড়া বৃদ্ধির পথ নেওয়া হল। এর ফলে যাত্রীদের উপর চাপ পড়তে চলেছে।

DID YOU KNOW ?
৫০০ কিলোমিটারে ১০ টাকা
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ সংরক্ষিত কামরায় ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করলে অতিরিক্ত ১০ টাকা করে দিতে হবে যাত্রীদের।

Indian Railways Ticket Price: ট্রেনের টিকিটের দাম বাড়ছে। রবিবার ভারতীয় রেলের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। ২৬ ডিসেম্বর থেকে নতুন হারে ভাড়া নেওয়া হবে। নতুন হারে টিকিটের ভাড়া নেওয়ার ফলে অন্তত ৬০০ কোটি টাকার রাজস্ব আদায় হবে বলে আশা করছে রেল। নতুন ভাড়া অনুযায়ী, সাধারণ শ্রেণির যাত্রীদের ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে যাত্রার ক্ষেত্রে প্রতি কিলোমিটারে অতিরিক্ত এক পয়সা করে দিতে হবে।মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে শীতাতপ নিয়ন্ত্রিত কামরা ও সাধারণ কামরায় যাত্রা করলে প্রতি কিলোমিটারে অতিরিক্ত দুই পয়সা করে দিতে হবে যাত্রীদের। তবে যে যাত্রীরা ২১৫ কিলোমিটারের কম দূরত্বে যাত্রা করবেন, তাঁদের অতিরিক্ত ভাড়া দিতে হবে না। মূলত দূরপাল্লার যাত্রার ক্ষেত্রেই অতিরিক্ত ভাড়া দিতে হবে। যে যাত্রীরা ৫০০ কিলোমিটার দূরত্বে যাত্রা করবেন, তাঁদের অতিরিক্ত ১০ টাকা ভাড়া দিতে হবে।

লোকাল ট্রেনের ভাড়া বাড়ছে না

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলির কথা মাথায় রেখে শহরতলির লোকাল ট্রেনগুলিতে ভাড়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকাল ট্রেনে মান্থলি টিকিটের দামও বাড়ানো হচ্ছে না। ফলে যাঁরা লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের চিন্তা নেই। যাঁরা ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রা করবেন, তাঁদেরও অতিরিক্ত ভাড়া দিতে হবে না। তার বেশি দূরত্বে যাত্রা করলে তবেই অতিরিক্ত খরচ হবে।

বড়দিন-নববর্ষের সময় বিশেষ ট্রেন

রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বড়দিন ও ইংরাজি নববর্ষের সময় ট্রেনগুলিতে ভিড়ের কথা মাথায় রেখে দেশের আটটি জোনেই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। অতিরিক্ত ২৪৪টি ট্রেন দেওয়া হচ্ছে। যাত্রীদের চাহিদা বাড়লে বিশেষ ট্রেনের সংখ্যাও বাড়ানো হতে পারে। ভিড় সামলানোর জন্য তৈরি হচ্ছে রেলমন্ত্রক। দিল্লি (Delhi), হাওড়া (Howrah), লখনউের (Lucknow) মতো ব্যস্ত স্টেশনগুলি থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে অন্য ব্যস্ত স্টেশনগুলিতেও বিশেষ ট্রেন দেওয়া হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২১৫
রেলে ২১৫ কিলোমিটার পর্যন্ত ভ্রমণে ভাড়া বাড়ছে না।
ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১৫ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হবে না।
Read more Articles on
click me!

Recommended Stories

Today live News: Today Gold Silver Rate - রেকর্ড ভাঙল সোনা-রূপার দাম! জানুন আজকের সর্বশেষ দর
'অনুপ্রবেশকারীদের আটকাতেই এসআইআর, দেশদ্রোহীরা ওদের পাশে,' তোপ নরেন্দ্র মোদীর