অশ্বিনী জানান, এবার থেকে যাত্রীরা নিজেদের কনফার্মড টিকিটের তারিখ বদলে ফেলতে পারবেন অনলাইনে। সেজন্য কোনও অতিরিক্ত ফি দিতে হবে না। তবে যে পরিবর্তিত তারিখে ট্রেনে টিকিট চাইছেন তা আগে থেকে বুক হয়ে গিয়ে থাকলে কিছু করার নেই। তবে, টিকিট লভ্য থাকলে আর অতিরিক্ত চার্জ দিতে হবে না।