টিকিট কাটার পর বদল করা যাবে তারিখ, বিরাট বদল আসছে ভারতীয় রেলে, ঘোষণা খোদ রেলমন্ত্রীর

Published : Oct 08, 2025, 07:42 AM IST

ভারতীয় রেল এক নতুন নিয়ম চালু করতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষণা অনুযায়ী, যাত্রীরা এবার অনলাইনে বিনামূল্যে কনফার্মড টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবেন। এই নতুন সুবিধা আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর হবে।

PREV
15

ছুটি পেলেই অনেকে ছোট-বড় ট্যুরে বেরিয়ে পড়েন। কোথাও বেড়াতে যাওয়ার টিকিট কাটার পরা অনেকে বিপাকে পড়েন। হঠাৎ করে অনেক সময় বদলে যায় যাওয়ার দিন। আবার জরুরি কাজে কোথাও যাওয়ার থাকলে হঠাৎ করেও সেই দিনের বদল হয়। এক্ষেত্রে আগের টিকিট ক্যানসেল করে আবার নতুন করে টিকিট কাটতে হয়।

25

এবার থেকে আসছে বড় বদল। নয়া সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। সদ্য বিশেষ ঘোষণা করেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যার দ্বারা উপকৃত হতে চলেছেন লক্ষ লক্ষ মানুষ। এবার যাত্রীদের কথা মাথায় রেখে নয়া সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

35

তিনি বলেন, বর্তমান সিস্টেমটি অন্যায্য এবং যাত্রীস্বার্থের পরিপন্থী। সেই সঙ্গে জানিয়েছেন, ইতিমধ্যেই নতুন নিয়ম চালুর জন্য নির্দেশ পাঠানো হয়েছে। আগামী বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাস থেকে তা কার্যকর হবে।

45

অশ্বিনী জানান, এবার থেকে যাত্রীরা নিজেদের কনফার্মড টিকিটের তারিখ বদলে ফেলতে পারবেন অনলাইনে। সেজন্য কোনও অতিরিক্ত ফি দিতে হবে না। তবে যে পরিবর্তিত তারিখে ট্রেনে টিকিট চাইছেন তা আগে থেকে বুক হয়ে গিয়ে থাকলে কিছু করার নেই। তবে, টিকিট লভ্য থাকলে আর অতিরিক্ত চার্জ দিতে হবে না।

55

বর্তমান নিয়মে ৪৮ থেকে ১২ ঘন্টার মধ্যে ক্যানসেল করলে ২৫ শতাংশ টাকা কেটে নেওয়া হয়। ১২ থেকে ৪ ঘন্টার মধ্যে ক্যানসেল করলে আরও বেশি টাকা কাটে। তবে এবার থেকে আর দিতে হবে না বাড়তি টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories