বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হতে চলেছেন গায়িকা মৈথিলী ঠাকুর? তার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দুটি ছবিই সেই ইঙ্গিত দিচ্ছে। একটি ছবিতে মৈথিলি ঠাকুরের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এবং অন্য একটি ছবিতে জনপ্রিয় এই গায়িকার পাশে দেখা গিয়েছে বিহারে বিজেপির দায়িত্বে থাকা নেতা বিনোদ তাওড়কে।
25
মৈথিলী ঠাকুরের প্রশংসায় পঞ্চমুখ মোদী
তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই দুটি ছবিই ঘিরেই জল্পনার সূত্রপাত নয়। সম্প্রতি তার গানের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪ সালে মা শবরীকে নিয়েও একটি গান করেছিলেন মৈথিলি ঠাকুর। এমনকি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের সময়ও তার গানের কথা উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
35
কেন জনপ্রিয় মৈথিলী ঠাকুর?
বিহারের আদি বাসিন্দা হিসেবে পরিচিতি রয়েছে মৈথিলী ঠাকুরের। তার পরিবার এক সময় বিহারে থাকলেও বর্তমানে সেখানে থাকেন না মৈথিলির পরিবার। জানা গিয়েছে, মৈথিলি ঠাকুরের সঙ্গে তোলা ছবিটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন হারে বিজেপির দায়িত্বে থাকা নেতা বিনোদ তাওড়। তিনি মৈথিলি ঠাকুরকে ‘বিহার কন্যা’ বলে সম্বোধন করেন। এবং তারপরই মৈথিলিকে বিহারবাসীর জন্য কাজ করার আহ্বান জানান। আর তারপরই মৈথিলি ঠাকুরের বিজেপিতে যোগদান এবং বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কীনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
সূত্রের খবর মৈথিলী ঠাকুররা তিন ভাইবোন। ছোটোবেলা থেকেই মৈথিলি হিন্দি-ভোজপুরী সহ বিভিন্ন ভাষায় গান গেয়ে বেশ নাম কুড়িয়েছেন। তাঁদের পৈতৃক বাড়ি বিহারের মিথিলা অঞ্চলের মধুবনীর বেনিপট্টিতে। এমনকি নির্বাচন কমিশন মৈথিলী ঠাকুরকে ‘স্টেট আইকন’ হিসাবেও নিযুক্ত করেছিল। ফলে তিনি বিধানসভা ভোটে দাঁড়াবেন কীনা সেই উত্তর অবশ্য সময় বলবে।
55
কেন মৈথিলী ঠাকুরকে পছন্দ
জন্ম সূত্রে বিহারী হওয়ায় বিহারের সঙ্গে একটা পৈতৃক যোগ রয়েছে মৈথিলী পরিবারের। সেই সূত্র ধরেই বিহারবাসীর উন্নয়নে এবার বিজেপির প্রার্থী হিসেবে এই স্টেট আইকন গার্লকেই বেশি পছন্দ গেরুয়া শিবিরের। মনে করা হচ্ছে মৈথিলী ঠাকুর বিধানসভা ভোটে দাঁড়ালে তাকে দ্বারভাঙার আলিগড় কিংবা মিথিলায় প্রার্থী করা হতে পারে।