Published : Jun 11, 2025, 02:46 PM ISTUpdated : Jun 11, 2025, 02:47 PM IST
Railway Minister Ashwini Vaishnav: ভারতীয় রেলে (Indian Railways) প্রতিদিন গড়ে আড়াই কোটি যাত্রী যাতায়াত করেন। এই বিপুল সংখ্যক যাত্রীদের যাতে সুবিধা হয়, তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এতদিন ৪ ঘণ্টা আগে ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হত কি না জানা যেত, এবার এই নিয়ম বদলাচ্ছে
ভারতীয় রেলের যে কোনও ট্রেনের যাত্রীদের চার্ট তৈরি করা হয় ৪ ঘণ্টা আগে। তখনই যাত্রীরা জানতে পারতেন ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হয়েছে কি না। এবার এই নিয়ম বদলে যাচ্ছে।
510
এবার থেকে যাত্রার ২৪ ঘণ্টা আগেই ট্রেনের যাত্রীরা জানতে পারবেন, টিকিট কনফার্ম হয়েছে কি না
ভারতীয় রেলের যে কোনও ট্রেনে ওয়েটিং লিস্টের টিকিট থাকলে যাত্রার ২৪ ঘণ্টা আগেই যাত্রীরা জানতে পারবেন সেই টিকিট কনফার্ম হয়েছে কি না।
610
ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম না হলে যাত্রীরা অন্য কোনও সিদ্ধান্ত নিতে পারবেন
এতদিন চার ঘণ্টা আগে ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম না হলে যাত্রীদের বিকল্প পথ বেছে নিতে সমস্যা হত। এবার ২৪ ঘণ্টা আগেই জানতে পারলে সুবিধা হবে।
710
ট্রেনের টিকিট কনফার্ম না হলে অন্য কোনও মাধ্যমে ভ্রমণ করতে পারেন যাত্রীরা
২৪ ঘণ্টা আগে ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ার কথা জানতে পারলে যাত্রীরা বাস, উড়ানে ভ্রমণের সিদ্ধান্ত নিতে পারেন।
810
ট্রেনের টিকিট কনফার্ম না হলে তৎকালের মাধ্যমেও চেষ্টা করতে পারেন যাত্রীরা
ভারতীয় রেলের তৎকাল টিকিট কাটার নির্দিষ্ট সময় আছে। তার আগেই যাত্রীরা ওয়েটিং লিস্টের বিষয়ে জানতে পারলে তৎকালে টিকিট কাটার চেষ্টা করতে পারেন।
910
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এই উদ্যোগে কোটি কোটি যাত্রীর সুবিধা হবে
ওয়েটিং লিস্ট সংক্রান্ত নিয়মে বদল হওয়ার ফলে সারা দেশে কয়েক কোটি যাত্রীর সুবিধা হতে চলেছে।
1010
ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম না হলে সব যাত্রীরই অসুবিধা হয়, তবে আগে জানতে পারলে সুবিধা হয়
ওয়েটিং লিস্টে টিকিট থাকলে সব যাত্রীই কনফার্ম হওয়া নিয়ে দোলাচলে থাকেন। তাই আগে থাকতে এ বিষয়ে জানতে পারলে সুবিধা হয়।