Express Train Ticket Price: বেড়াতে যাওয়ার সময় হোক কিংবা ঘুরতে। জরুরি সময়ে দ্রুত টিকিট কাটতে গিয়ে অনেককেই ঝামেলা পোহাতে হয়।  বিস্তারিত জানুন…         

Express Train Ticket Price: বেড়াতে যাওয়ার সময় হোক কিংবা ঘুরতে। জরুরি সময়ে দ্রুত টিকিট কাটতে গিয়ে অনেককেই ঝামেলা পোহাতে হয়। এবার রেলযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ঝামেলা পোহানোর দিন শেষ করতে চলেছে ভারতীয় রেল (Indian Railway) কর্তৃপক্ষ। সূত্রের খবর, আগামী ৩০ মে ২০২৫ থেকে বদলে যাচ্ছে দূরপাল্লার ট্রেনের তৎকাল টিকিট কাটার নিয়ম।

ট্রেনের টিকিট কাটার নিয়মে কী পরিবর্তন আনছে রেল (Railway Ticket Booking System):-

এই বিষয়ে রেল সূত্রে খবর, চলতি মাসের ৩০ মে থেকে তৎকাল টিকিট বুকিংয়ের সময়সূচি পরিবর্তন হচ্ছে। এরফলে যাত্রীদের ট্রেনের টিকিট কাটতে আরও সুবিধা হবে। জানা গিয়েছে, ৩০ মে থেকে তৎকালে টিকিট বুকিংয়ের সময়সূচি হবে- এসি (1AC, 2AC, 3AC, CC) শ্রেণীর টিকিট বুকিংয়ের সময়সূচি শুরু হবে সকাল ১১টা থেকে।

নন এসির ক্ষেত্রে (SL, 2S) দুপুর ১২টা থেকে শুরু হবে। যারফলে সার্ভারে চাপ কমবে। এক্ষেত্রে যাত্রীদের চাপও কমবে অনেকটা। শুধু তাই নয়, তৎকাল টিকিট বুকিংয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলি হল- আপনার যাত্রার নির্ধারিত সময়ের একদিন আগে থেকে বুকিং শুরু হয়। কীভাবে বুকিং করবেন তৎকাল টিকিট?

এরজন্য আপনাকে প্রথমে IRCTC এর ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইনে বুকিং করতে হবে। বুকিংয়ের সময়সীমা- একটি PNR মাধ্যমে একটি পরিবারের ৪ জন সদস্যের টিকিট কাটতে পারবেন গ্রাহকরা। এছাড়াও আইডি প্রমাণ পত্র, অর্থাৎ যেটি দিয়ে টিকিট কাটা হয়েছে। ট্রেনে যাত্রা করার সময় সেটি সঙ্গে রাখা আবশ্যক।

রিফান্ডের নিয়মাবলি:- তৎকাল টিকিট কনফার্ম থাকলেও যাত্রার আগে টিকিট বাতিল করে দিলে রিফান্ড মূল্য ফেরত পাবেন না যাত্রীরা। এছাড়াও বুকিংয়ের সময় IRCTC এর ওয়েবসাইটে লগইন করতে হবে। তারপর ভেরিফিকেশন , পেমেন্ট ডিলেটসের সমস্ত কাজ করার পর ওটিপির মাধ্যমে টিকিটের মূল্য কাটা হবে। ব্যাংক ভেরিফিকেশন দ্রুত সম্পন্ন হলেই টিকিট কাটার কাজ আরও সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, রেল সূত্রে খবর এই সময় সূচির পরিবর্তনের কারণে সার্ভারে চাপ কমবে। গ্রাহকদের টিকিট কাটতে অতিরিক্ত সময় নষ্ট করতে হবে না।

অন্যদিকে, এবার সেই বন্দে-ভারত এক্সপ্রেসের (Vande Bharat Sleeper Train) স্লিপার কোচগুলির মাধ্যমে দেশের রুটগুলিকে জুড়ে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। তার মধ্যে রয়েছে দিল্লী এবং হাওড়া। একটি রিপোর্ট অনুযায়ী, রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেসের পর, শিয়ালদহ-দিল্লী বন্দে-ভারত এক্সপ্রেসের স্লিপার ট্রেনটি যুক্ত করা হতে পারে (vande bharat sleeper train booking)।

জানা যাচ্ছে, শিয়ালদহ থেকে নয়াদিল্লী পর্যন্ত, বন্দে-ভারত স্লিপার ট্রেনটি প্রায় ১৫ ঘন্টার মধ্যেই ১৪৫৫ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। শিয়ালদহ থেকে নয়াদিল্লী বন্দে-ভারত স্লিপার ট্রেনটি আসানসোল জংশন, ধানবাদ জংশন, গয়া জংশন, ডিডি উপাধ্যায় জংশন এবং কানপুর সেন্ট্রালের মধ্য দিয়ে যাবে বলে জানা গেছে (vande bharat sleeper coach)।

সেইসঙ্গে, শিয়ালদহ-নয়াদিল্লী বন্দে-ভারত স্লিপার ট্রেনটিতে মোট ১৬টি কোচ থাকবে। এসি 3-Tier কোচের জন্য টিকিটের দাম হবে ৩২০০ টাকা, এসি 2-Tier কোচের জন্য খরচ করতে হবে প্রায় ৪২০০ টাকা। অন্যদিকে, ফার্স্ট ক্লাস কোচে টিকিটের দাম ৫৩০০ টাকা (vande bharat express news today live)।

ট্রেন ছাড়বে কখন?

শিয়ালদহ-নয়াদিল্লী বন্দে-ভারত স্লিপার ট্রেনটি সম্ভবত শিয়ালদহ থেকে ছাড়বে বিকেল ৪টের সময়। যা দিল্লী পৌঁছবে পরদিন সকাল ৭টায়। আবার দিল্লী থেকে সেটি ছাড়বে বিকেল ৪টেয় এবং শিয়ালদহ এসে সেটি পৌঁছবে পরদিন সকাল ৭টায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।