বছর শেষে পর্যটকদের জন্য সুখবর! বছর শেষে বাড়ছে ট্রেন, পাল্লা দিয়ে বাড়ছে স্টপেজও

Published : Dec 12, 2025, 10:32 AM IST

বড়দিনের জন্য সুবিধে পেতে চলেছেন যাত্রীরা। বাড়তি ট্রেনের পাশাপাশি যাত্রীস্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে স্টপেজের সংখ্যাও বৃদ্ধি করেছে ভারতীয় রেল। 

PREV
15
পর্যটকদের জন্য সুখবর!

বছর শেষে পর্যটকদের জন্য সুখবর দিল ভারতীয় রেল। একসঙ্গে একগুচ্ছ ট্রেন চলবে বড়দিনের জন্য। তেমনই জানিয়েছে ইন্ডিয়ার রেলওয়ে। যার কারণে বড়দিনের জন্য সুবিধে পেতে চলেছেন যাত্রীরা। বাড়তি ট্রেনের পাশাপাশি যাত্রীস্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে স্টপেজের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।

25
স্টপেজ বৃদ্ধি

দিঘা পুরীর যাত্রীদের কথা ভেবে এবার থেকে কয়েকটি ট্রেন গড়বেতায় থামবে। যার মধ্যে রয়েছে জয়নগর-পুরী এক্সপ্রেস, হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। পুরী-পাটনা এক্সপ্রেস থামবে গড়বেতায়। আরও কয়েকটি ট্রেন গড়বেতায় থামবে বলেও জানিয়েছে রেল। বছর শেষে যেসব যাত্রীরা দিঘা বা পুরী বেড়াতে যেতে চান তাদের জন্যই এই বিশেষ ব্যবস্থা।

35
অতিরিক্ত ট্রেন

অন্যদিকে উত্তর ভারতের যাত্রীদের সুবিধের জন্য অতিরিক্ত ট্রেন চালাবে ১২ ও ১৩ ডিসেম্বর। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, শীতকালে যাত্রী সংখ্যা বৃদ্ধি আর বিমান পরিষেবা ব্যহত হওয়ার কারণে বিশেষ ট্রেন দিল্লি থেকে চলবে বৈষ্ণদেবী পর্যন্ত।

45
বৈষ্ণদেবী স্পেশাল

ভারতীয় রেল দর্শনার্থীদের সুবিধের জন্য দিল্লি থেকে চলবে বৈষ্ণদেবী স্পেশাল ট্রেন। এটি পানিপথ, কুরুক্ষেত্র, আম্বালা ক্যান্টনমেন্ট, লুধিয়ানা, জলন্ধর ক্যান্টনমেন্ট, পাঠানকোট ক্যান্টনমেন্ট, জম্মু এবং শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন উধমপুর সহ বেশ কয়েকটি প্রধান স্টেশনে থামবে।

55
অতিরিক্ত ট্রেন

শীতকালে যাত্রীদের ভিড় সামলাতে পূর্ব রেলওয়ে হাওড়া ও শিয়ালদা শাখায় আগে থেকেই অতিরিক্ত ট্রেন চালাচ্ছে। যা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলেও জানা গিয়েছে রেল সূত্রে।

Read more Photos on
click me!

Recommended Stories