নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা, ঢাকায় বন্ধ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

Published : Dec 17, 2025, 06:52 PM IST
MEA Spokesperson Randhir Jaiswal (Photo/ MEAIndia YouTube)

সংক্ষিপ্ত

India-Bangladesh Relation: মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) আমলে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্রমাগত অবনতি হচ্ছে। বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নতুন সরকার গঠনের পরেও ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতির আশা দেখা যাচ্ছে না।

DID YOU KNOW ?
ভারত-বিরোধী প্রচার
বাংলাদেশে ভারত-বিরোধী প্রচার ক্রমশঃ বাড়ছে। ফলে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

Indian Visa Application Centre: বুধবার বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকায় (Dhaka) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দেওয়া হল। ঢাকার যমুনা ফিউচার পার্কে (Jamuna Future Park) অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। বুধবার দুপুর দুটোয় সেখানে সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party) নেতা হাসনাত আবদুল্লাহ (Hasnat Abdullah) উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার হুমকি দিয়েছেন। এরপরেই ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দেওয়া হল। এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার ভারতের ভিসার আবেদনের বিষয়ে পর্যালোচনার জন্য যাঁদের আসার কথা ছিল, তাঁদের পরবর্তী সময়ে আসার কথা জানানো হবে। আপাতত ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকছে।

বাংলাদেশের হাই কমিশনারকে তলব

বুধবার নয়াদিল্লিতে (New Delhi) ভারতে নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনার (Bangladesh’s High Commissioner) এম রিয়াজ হামিদুল্লাহকে (M Riaz Hamidullah) তলব করে বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)। এ বিষয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'আমরা আশা করছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় দূতাবাস ও দফতরগুলির সুরক্ষা নিশ্চিত করবে। কূটনৈতিক দায়বদ্ধতার কথা নিশ্চয়ই মাথায় রাখবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।' বিদেশমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে আশঙ্কার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশে ভারত-বিরোধী প্রচার মৌলবাদীদের

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাংলাদেশে মৌলবাদীদের পক্ষ থেকে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে যে ভারত-বিরোধী মিথ্যা প্রচার চালানো হচ্ছে, তা খারিজ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিস্তারিত তদন্ত করেনি। এই ধরনের ঘটনাগুলির বিষয়ে ভারতকে কোনও অর্থপূর্ণ প্রমাণও দেওয়া হয়নি। বাংলাদেশে ভারত-বিরোধী প্রচার অবশ্য নতুন নয়। কিন্তু গত বছর শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর থেকে ভারত-বিরোধিতা বেড়েছে। উত্তর-পূর্ব ভারত নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও উস্কানি দিচ্ছে। এ বিষয়ে কড়া অবস্থান নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি।
২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। তারপর থেকেই ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

দিল্লির দূষণে কঠোর পদক্ষেপ সুপ্রিম কোর্টের, শহরে ৯টি টোল বন্ধের নির্দেশ
ভারত-চিন যাত্রায় বড় খবর: জানুয়ারি থেকেই চালু দিল্লি-সাংহাই দৈনিক ফ্লাইট!