NDAতে মহিলাদের অন্তর্ভুতি, কেন্দ্রের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ শীর্ষ আদালতের

সশস্ত্র বাহিনীতে ভারতীয় মহিলাদের নিয়োগ জট দীর্ঘ দিনের। আগে সশস্ত্র বাহিনীর স্থায়ী আধিকারিক হিসেবে মহিলাদের নিয়োগ করা হত না। 

ভারতীয় মহিলাদের জন্য ঐতিহাসিক পদক্ষেপ। ন্যাশানাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA) ও নাভাল অ্যাকাডেমিতে স্থায়ী কমিশন আধিকারিক হিসেবে মহিলাদের জন্য খুলে দেওয়া হল দরজা। কেন্দ্রের তরফে বুধবার সুপ্রিম কোর্টে জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার মহিলাদের অন্তর্ভুক্তির পদক্ষেপ নিয়েছে। সরকারের এই পদক্ষেপ নিয়ে  সন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালতও। আগামী দশ দিনের মধ্যে হলফনামা দিয়ে বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

Visva Bharati: কলকাতা হাইকোর্টের রায়ের পরেই আকাল বসন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ে, আনন্দে মাতল পড়ুয়ারা

Latest Videos

সশস্ত্র বাহিনীতে ভারতীয় মহিলাদের নিয়োগ জট দীর্ঘ দিনের। আগে সশস্ত্র বাহিনীর স্থায়ী আধিকারিক হিসেবে মহিলাদের নিয়োগ করা হত না। পুরুষ-মহিলার এই ভেদাভেদ নিয়ে সুপ্রিম কোর্টে মমলা দায়ের কার হয়। তারই শুনানিতে বুধবার অতিরিক্ত সলিসিটার জেনারেল শীর্ষ আদালতে জানিয়েছেন, সরকার ও সেনা আধিকারিকারা নিজেদের মধ্যে আলোচনা করে এনডিও ও নাভাল অ্যাকাডেমিকে প্রশিক্ষণ শেষে মহিলাদের স্থায়ী কমিশনড আধিকারিক হিসেব নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তবে শীর্ষ আদালতের পক্ষ থেকে সন্তোশ প্রকাশ করলেও জানিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় যাতে লিঙ্গ বৈষম্যের অভিযোগ না ওঠে সেদিকেও নিশ্চিত করতে হবে। ২২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 

স্পেন থেকে কেনা হবে বায়ুসেনার বিমান, মন্ত্রিসভার ছাড়পত্র ৬০ বছরের পুরনো বিমান বদলেও

এর আগে গত ১৭ অগাস্ট সুপ্রিম কোর্ট মহিলাদের পরীক্ষায় বসার অনুমতি দেয়। সেইদিনই সেনার আইনজীবী জানিয়েছিলেন এনডিএ পরীক্ষায় মহিলাদের বসতে না দেওয়াটাই নীতিগত সিদ্ধান্ত। যা শুনে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তখনই সুপ্রিম কোর্ট জাবিয়ে দিয়েছিল এই সিদ্ধান্ত বিদ্বেষমূলক। 

Share this article
click me!

Latest Videos

ফের বড়সড় অভিযানে ইডি! একাধিক ঠিকানায় একযোগে ইডির হানা! দেখুন | ED Raid Today
‘পুলিশ না থাকলে তৃণমূলকে কেউ ভয় পেতো না’ মমতাকে ঝাঁঝালো আক্রমণ সুকান্তর! দেখুন কী বললেন | Sukanta M
‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
'আমি কিছু করিনি, আমায় ফাঁসিয়েছে বিনীত গোয়েল' চিৎকার সঞ্জয় রায়ের | Sanjay Roy | RG Kar Case
‘পশ্চিমবঙ্গের হিন্দুদের ক্ষমতা এবার দেখবে তৃণমূল’ তৃণমূলকে হুঙ্কার শুভেন্দুর! | Suvendu Adhikari