মদে ডুবে যাচ্ছে ভারতীয়রা, সমীক্ষার তথ্যে চক্ষু চড়ক গাছ

  • তথ্যই কথা বলছে।
  • জানা যাচ্ছে, মদ্যপানের বহরে উন্নত দেশগুলিকে হারিয়ে দিচ্ছে ভারত।
  • গোটা বিশ্বে মদ্যপানের বহর বৃদ্ধির মূল দায় ভারত ও চিনের। 
arka deb | Published : May 10, 2019 7:01 AM IST

মদ্যপানে মশগুল ভারতীয়রা। যখন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মত সংবেদনশীল বিষয়গুলিতে ভারতবর্ষে নানা ধরণের প্রশ্ন উঠছে, তখনই তথ্য কথা বলছে। জানা যাচ্ছে, মদ্যপানের বহরে উন্নত দেশগুলিকে হারিয়ে দিচ্ছে ভারত।

দ্যা লানসেট পত্রিকার একটি প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। মোচ ১৮৯ টি দেশের ওপর গবেষণা চালিয়ে গবেষকরা জানিয়ে দিয়েছেন, গোটা বিশ্বে মদ্যপানের বহর বৃদ্ধির মূল দায় ভারত ও চিনের। ১৯৯০ থেকে ২০১৭ এক মধ্যে বিশ্বে মদ্যপানের পরিমাণ বেড়েছে ১০ শতাংশ।  জানানো হচ্ছে আগামী এক দশকে মদ্যপান বাড়বে আরও ১৭ শতাংশ। ২০৩০ সালের মধ্যে পৃথিবীর অর্ধেক মানুষই মদ্যপান করবেন।

Latest Videos

এ তো গেল বিশ্বের হিসেব। আর ভারতীয়রা?  রিপোর্টটি বলছে ভারতীয়রা গত সাত বছরে অতীতের তুলনায়  ৩৮ শতাংশ মদ্যপান করছে।  দেখা যাচ্ছে ভারতীয়রা গড়ে ৬ লিটার মদ্যপান করেন।  যা ১৯৯০ সালের তুলনায় দ্বিগুণ। এই মাত্রা ক্রমবর্ধমান।

প্রসঙ্গত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, আগামী দশ বছরে তাঁরা মদ্যপায়ীর সংখ্যা দশ শতাংশ কমাতে বদ্ধপরিকর। কিন্তু এই রিপোর্টটি বুঝিয়ে দিচ্ছে হু সেই কাজে সফল হবে না। হু এরই রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে প্রতিবছর মদ্য়পানের কারণে মারা যান  প্রায় ৩০ লক্ষ লোক।  সমীক্ষকদের অনুমান এই হিসেব বাড়বে বই কমবে না। 

ভারতীয়দের ক্ষেত্রে অবশ্য এই সমীক্ষা কোনও আষাঢে গল্প না। এ কথা সত্যিই ঝড় জল দুর্যোগেও ভারতীয়রা মদ ছাড়া থাকে না। দেখা যাচ্ছে গত বছর অগস্ট মাসে যখন বন্যায় ভেসে গিয়েছিল কেরালা তখনও সেখানকার মানুষ ১২৬৪.৬৯ কোটি টাকার মদ পান করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরও আবগারি আয় বেশ ভালো। অর্থনীতির বিশ্লেষকরা মধ্যবিত্তের হাতে কাঁচা টাকা বেড়ে যাওয়াকেই মনে করছেন নষ্টের গোঁড়া। 
 

Share this article
click me!

Latest Videos

বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News