প্রধানমন্ত্রী নন, দেশের সবথেকে বিশ্বস্ত সংস্থা হল এটি- ছবিতে দেখুন অবাক করা সার্ভে রিপোর্ট

Published : Jun 21, 2024, 11:31 PM ISTUpdated : Jun 22, 2024, 04:53 PM IST

ভারতের সবথেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান কোনটি? সম্প্রতি সামনে এসেছে তেমনই চাঞ্চল্যকর একটি সার্ভে রিপোর্ট। Ipsos IndiaBus মোস্ট ট্রাস্টেড ইনস্টিটিউশন বার্ষিক সমীক্ষা অনুসারে ২০২৪ সালের রিপোর্ট অবাক করার মত। 

PREV
110
বিশ্বস্ত প্রতিষ্ঠান রিপোর্ট

Ipsos IndiaBus মোস্ট ট্রাস্টেড ইনস্টিটিউশন বার্ষিক সমীক্ষা অনুসারে ২০২৪ সালের রিপোর্ট অবাক করার মত। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই রিপোর্ট

210
সমীক্ষা রিপোর্ট

এই সমীক্ষাটি ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর করা হয়েছে। সেখানে রয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনা বাহিনীও। রয়েছে নির্বাচন কমিশনও।

310
তালিকার শীর্ষে

ভারতের সবথেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান হল সেনা বাহিনী। দেশের ৫৪ শতাংশ মানুষ এই সংস্থার ওপর আস্থা ভরসা রেখেছে।

410
দ্বিতীয় স্থান

দ্বিতীয় স্থানে রয়েছে প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর ওপর আস্থা রেখেছেন দেশের ৪৯ শতাংশ মানুষ। সম্প্রতি শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু তাতেও দেশের মানুষ আস্থা হারানি প্রধানমন্ত্রীর ওপর।

510
তিন আর চার নম্বর

সার্ভে তালিকার তিন ও চার নম্বরে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক আর সুপ্রিম কোর্ট। এই দুটি সংস্থার ওপর ভরসা ৪৮ ও ৪৫ শতাংশ।

610
সিবিআই

সিবিআই-এর ওপর ভরসা রেখেছেন দেশের ৪৩ শতাংশ মানুষ। যদিও বর্তমানে সিবিআই নিয়ে অনেক অভিযোগ রয়েছে।

710
নির্বাচন কমিশন ও সংসদ

দেশের সংসদ ও নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে দেশের ৪১ ও ৩৭ শতাংশের আস্থা রয়েছে।

810
মিডিয়া আর পুলিশ

মিডিয়া আর পুলিশের ওপর ভরসা রয়েছে ৩৬ ও ৩৫ শতাংশ মানুষের।

910
ধর্মীয় নেতা

দেশের যে কোনও সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের ওপর দেশের মানুষের আস্থা ৩৩ শতাংশ।

1010
রাজনীতিবিদ ও রাজনৈতিক দল

দেশের মানুষের রাজনৈতিক দল আর রাজনীতিবিদদের ওপর আস্থা অনেকটাই কম। ৩১ ও ৩০ শতাংশ মাত্র।

Read more Photos on
click me!

Recommended Stories