ইজরায়েলে ২০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, দ্রুত বিবৃতি জারি করে ভারতীয়দের সাবধান করল বিদেশ মন্ত্রক

Published : Apr 14, 2024, 08:55 AM ISTUpdated : Apr 14, 2024, 10:18 AM IST
iran 10.jpg

সংক্ষিপ্ত

ইরানের হামলার প্রতিক্রিয়ায় বিদেশ মন্ত্রকের একটি অফিশিয়াল বিবৃতিতে বলেছে, 'আমরা ইজরায়েল ও ইরানের মধ্যে বৈরিতা বৃদ্ধিতে গুরুতর উদ্বিগ্ন। এই বৈরিতা এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।' 

ইরান আর ইজরায়েল হামলার মধ্যেই ভারতীয়দের সকর্ক করল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই ইরান ও ইজরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। শনিবার থেকেই ইরান - ইজরায়েল যুদ্ধের ঝাঁঝ বাড়ছে। ইরান ইজরায়েল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণান্ত্র হামলা চালিয়েছে। প্রায় একসঙ্গে ২৯০টি ড্রেন দিয়ে হামলা করেছে। তারপরই ভারত রবিবার ভারতীয়দের এলাকা ছাড়ার আবেদন জানিয়েছেন। দ্রুত নিরাপজে যাওয়ার আবেদন জানিয়েছে। বিদেশ মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'অবিলম্বে এলাকা ছাড়ুন।' পাশাপাশি দুই দেশের যুদ্ধবাজ মানসিকতায় উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে এই এলাকায় শান্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ইরানের হামলার প্রতিক্রিয়ায় বিদেশ মন্ত্রকের একটি অফিশিয়াল বিবৃতিতে বলেছে, 'আমরা ইজরায়েল ও ইরানের মধ্যে বৈরিতা বৃদ্ধিতে গুরুতর উদ্বিগ্ন। এই বৈরিতা এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।' একই সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রক আরও বলেছে, 'আমরা অবিলম্বে উত্তেজনা হ্রাস, সংযম অনুশীলন, হিংসা থেকে দুরে সরে আসার আবেদন জানাচ্ছি। কূটনীতির পথে শান্তি ফিরিয়ে আনারও আবেদন জানাচ্ছি।'

 

 

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে , যে পরিস্থিতি তৈরি হয়েছে তার উপর ঘনিষ্টভাবে লক্ষ্য রাখা হচ্ছে। একই সঙ্গে বিদেশমন্ত্রক বলেছে, 'এই অঞ্চলে ভারতীয় দূতাবাসগুলি ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্টভাবে যোগাযোগ রাখছে। এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ।'

ইজরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, রবিবার ভোরে ইরান সরাসরি ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রেন দিয়ে হামলা করেছে। ইরানের নজিরবিহীন আক্রমণের কারণে ছিল গত ১ এপ্রিল দামেক্সে কার কনস্যুলেটে ইজরায়েলের বিমান হামলার প্রতিশোধ। এই হামলার দুই কমান্ডো ও সিরিয়ার ৬ সাধারণ নাগরিকের সঙ্গে ৭ জন বিপ্লবী গার্ডের মৃত্যু হয়েছিল। যদিও ইজরায়েল এই বিমান হামলার কথা স্বীকার করেনি।

 

PREV
click me!

Recommended Stories

Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?
দেশজুড়ে ইন্ডিগো-র উড়ান পরিষেবায় বিপর্যয়, সিইও-কে শোকজ নোটিস কেন্দ্রের