কোভিডের মতোই কি ভয়াবহ HMPV ভাইরাস? বিশদ জানালেন বিশিষ্ট চিকিৎসক, জেনে নিন কী করবেন

Published : Jan 07, 2025, 12:41 PM IST

HMPV ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, এই ভাইরাসের উপসর্গ অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। শিশু এবং বয়স্কদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

PREV
110

বর্তমানে HMPV ভাইরাস উঠে এসেছে খবরে। এই ভাইরাসের প্রভাব বাড়ছে ক্রমে। যা চিন্তার ভাঁজ ফেলেছে সকলের মনে।

210

সদ্য HMPV ভাইরাস নিয়ে বিশেষ মন্তব্য করলেন বিশিষ্ট চিকিৎসক। সকলেই মনে করছেন কোভিডের মতোই কি ভয়াবহ HMPV ভাইরাস? এ বিষয় জানা গেল আসল তথ্য।

310

এক বিশিষ্ট চিকিৎসক জানান, আমাদের শরীরে কম-বেশি সব ভাইরাসের উপস্থিতি একইভাবে প্রকট হয়। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু-র যে সব উপসর্গ থাকে HMPV ভাইরাসে আক্রান্ত হলেও একই দেখা যায়।

410

HMPV ভাইরাসে আক্রান্ত হলে গলা ব্যথা, সর্দি কাশি, গা-হাত-পা ব্যথা, জ্বর, বুকে সাঁই সাঁই শব্দ, দুর্বলতা দেখা দিতে পারে।

510

HMPV ভাইরাস সম্পর্কে বিশিষ্ট চিকিৎসক বলেন, মরশুম বদলের সময় বিশেষত শীতকালে মাথাচাড়া দেয় ভাইরাস।

610

বায়ুদূষণ বা বাতাসের ধরন পরিবর্তন হওয়ার কারণেই শীতকালে এদের প্রকোপ হয়। কখনও শরৎকালেও হয়।

710

চিকিৎসক জানান, শিশু এবং বয়স্কদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তবে চিন্তার কিছু নেই।

810

বিশেষত স্কুলে বাচ্চারা একসঙ্গে থাকার সময় ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

910

তবে, এই রোগ প্রসঙ্গে সকলের সতর্ক থাকা উচিত। এই সময় মাস্ক পরুন ও স্যানিটাইজার ব্যবহার করুন।

1010

বাচ্চাদের রাখুন যত্নে। সামান্য শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের না করাই ভালো।

click me!

Recommended Stories