Summer Vacation: তাপপ্রবাহের জেরে রাজ্যে বাড়ল গরমের ছুটি, কবে খুলবে সরকারি ও বেসরকারি স্কুলগুলো?

Published : Jun 11, 2025, 07:44 AM IST

তীব্র দাবদাহ ও আর্দ্রতার কারণে গরমের ছুটি বাড়ানোর দাবি উঠেছে। কিছু রাজ্যে ছুটি বাড়লেও পশ্চিমবঙ্গে ছুটি বাড়েনি। পড়াশোনার ক্ষতি হওয়ায় এবং উচ্চমাধ্যমিকে সেমিস্টার চালু হওয়ায় বাংলায় ছুটি বাড়ানো সম্ভব নয় বলে জানা যাচ্ছে।

PREV
113

চলছে তীব্র দাবদাহ। সঙ্গে চরম আর্দ্রতা। গরম ও অস্বস্তি মিলিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।

213

এদিকে জুন মাসের ১০ দিন অতিক্রম করলেও এখনও বর্ষার কোনও দেখা নেই। প্রায় সব রাজ্যেই একই হাল।

313

এবার এই গরমের কথা মাথায় রেখে স্কুলের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর। জানা যাচ্ছে, তাপপ্রবাহের জেরে রাজ্যে বাড়ল গরমের ছুটি।

413

রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল খুলবে ১ জুলাই। আপাতত ৩০ জুন পর্যন্ত ছুটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।

513

গরমের ছুটি বৃদ্ধি করা নিয়ে দীর্ঘ জল্পনা চলেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে ছুটি বৃদ্ধির খবর প্রকাশ পেয়েছে। যা নিয়ে বিভ্রান্ত হয়েছেন অনেকে।

613

২ জুন থেকে খুলেছে বাংলার স্কুলগুলো। তারপর সকলেই ছুটি বৃদ্ধির আশায় থাকলেও এতদিন মেলেনি খবর।

713

মাঝে বাংলায় মর্নিং স্কুল চালু কারার দাবি জানিয়েছিল স্কুলগুলো। তবে, তা খারিজ করে দেয়। এবার প্রকাশ্যে এল ছুটি বৃদ্ধির খবর।

813

৩০ জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে স্কুল। তবে বাংলায় নয়, স্কুল বন্ধ থাকবে অন্য তিন রাজ্যে। তালিকায় আছে পঞ্জাব, রাজস্থান ও হরিয়ানা। এই দুই রাজ্যে স্কুল খুলবে ১ জুলাই।

913

তেমনই উত্তরপ্রদেশে স্কুল খুলবে ১৫ জুন। বিহারে স্কুল খুলবে ২১ জুন। রাজস্থানে স্কুল খুলবে ৩০ জুন।

1013

ছত্তিশগড়ে ২৫ জুন ও মধ্যপ্রদেশে ১৫ জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

1113

এখন প্রশ্ন হল বাংলায় কি বাড়বে গরমের ছুটি? ছুটি না বাড়ার পিছনে আছে তিনটি কারণ। গত কয়েক বছর করোনা, গরম ও বৃষ্টি তিন কারণে স্কুল বন্ধ ছিল। তাতে সিলেবার শেষ করা যায়নি সে সময়।

1213

দ্বিতীয়ত, উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার চালু হয়েছে। ফলে ছুটি বাড়লে সিলেবাস শেষ করানোর চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে শিক্ষকদের জন্য।

1313

রাজ্যের স্কুলে শিক্ষকের ঘাটতি আছে। এসএসসি নিয়োগে দুর্নীতির কারণে অনেকে চাকরি হারান। ফলে ছুটি বাড়লে কম শিক্ষক নিয়ে স্কুল চালানো ও সঠিক ভাবে পড়াশোনা চালানো কঠিন হবে।

Read more Photos on
click me!

Recommended Stories