RSS: ভারতে ইজরায়েল-প্যালেস্টাইনের মত যুদ্ধ হবে না হিন্দুদের জন্য: মোহন ভাগবত

মাঠারা রাজা ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেকের ৩৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত।

 

ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্ব ইস্যুতে এবার সরাসরি মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। পাশাপাশি তিনি দেশের মানুষকে আশ্বাস দিয়ে বলেন, এজাতীয় কোনও যুদ্ধ কোনও দিনও ভারতে হবে না। কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উদারতার কথা। তিনি বলেন ভারতকে কখনই এজাতীয় বিবাদের মধ্যে পড়তে হয়নি।

মাঠারা রাজা ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেকের ৩৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। সেই সময়ি তিনি বলেন, 'এই দেশে একটি ধর্ম ও সংস্কৃতি রয়েছে, যা সমস্ত সম্প্রদায় ও বিশ্বাসকে সম্মান করে। সেই ধর্ম হল হিন্দু ধর্ম। এটা হিন্দুদের দেশ। এর মানে এই নয় যে আমরা অন্য সব ধর্মকে প্রত্যাখ্যান করি।' এখানেই শেষ করেননি তিনি। ইজরালেয় প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে হিন্দুত্বকেও তুলে ধরেন। বলেম, 'একবার হিন্দু বললে আর কিছু বলার দরকার নেই। এই দেশে মুসলমানরা সুরক্ষিত। এটা শুধু হিন্দুরাই করে। এটা একমাত্র ভারতই করে দেখাতে পারে।' তিনি আরও বলেন, অন্য সব জায়গায় সংঘর্ষ চলছে। ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, হামাস আর ইজরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে। কিন্তু ভারতে এজাতীয় ইস্যুতে কখনই যুদ্ধ হয়নি। তিনি আরও বলেন, শিবাজি মহারাজের আমেও আগ্রাসন ছিল। কিন্তু এই ইস্যুতে এই দেশ কখনই কারও সঙ্গে যুদ্ধ করেনি। 'সেই কারণেই আমরা হিন্দু।'

Latest Videos

রবিবার সকাল থেকে গাজা লক্ষ্য করে হামলা আরও জোরদার করেছে ইজরায়েল। ভেঙে দেওয়া হয়েছে ওয়েস্টব্যাঙ্ক মসজিদ। ধর্মীয়স্থানের নিচে একটি বাঙ্গার ছিল বলে দাবি ইজরায়েলীয় বাহিনীর। সেখানে হামাসদের গোপন ঘাঁটি ছিল বলেও দাবি করেছে সেনা বাহিনী। সেখানেই প্রচুর অস্ত্র রাখা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার তিন। ইজরায়েল জানিয়েছে তারা যুদ্ধের পরবর্তী পর্যায়ে প্রবেশের অপেক্ষায় রয়েছে। যার অর্থ এখনই যুদ্ধে ইতি টানা হচ্ছে না। বিধ্বস্ত প্যালেস্টাইনে জল থেকে মেডিক্যাল সহায্য পাঠাচ্ছে ভারত। আমেরিকা ও মিশরের মত একাধিক দেশই প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today