গা শিউরে ওঠার মতো ঘটনা! রাতের অন্ধাকারে বাড়িতে ঢুকে কামড়ে বৃদ্ধাকে মেরে দিল সারমেয়র দল

Published : Aug 02, 2024, 08:19 AM ISTUpdated : Aug 02, 2024, 08:20 AM IST
Dog

সংক্ষিপ্ত

গা শিউরে দেওয়ার মতো ঘটনা! রাতের অন্ধাকারে বাড়িতে ঢুকে কামড়ে বৃদ্ধাকে মেরে দিল সারমেয় দল

৮২ বছরের বৃদ্ধাকে খুন করল সারমেয়র দল! ঘটনাটি ঘটেছে সিরসিল্লা জেলার রাজন্যায়। বুধবার রাতে ওই বৃদ্ধার ঝুপড়িতে ঢুকে তাঁক আক্রমণ করে একদল সারমেয়। সেখানেই মৃত্যু হয় বৃদ্ধার।

নিজের ঘরেই ঘুমাচ্ছিলেন বৃদ্ধা। পুলিশ সূত্রে জানা গিয়েছে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন বৃদ্ধা । বিছানা ছেড়েও উঠতে পারতেন না তিনি। ঘটনার সময় গভীর নিদ্রায় মগ্ন ছিলেন বৃদ্ধা। আর সেই সময়তেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ মারফত জানা যায়, " ঘুমন্ত অবস্থাতেই একদল সারমেয় এসে আক্রমণ করে বৃদ্ধাকে। এবং যার জেরেই মৃত্যু হয় তাঁর। শুধু তাই নয়। বৃদ্ধার শরীরের একাধিক অংশ কেটেও খেয়ে নিয়েছে সারমেয়র দল।

পরে বৃহস্পতিবার সকালে তাঁর ক্ষত বিক্ষত দেখতে পান পরিবারের লোক। এরপর থানায় অভিযোগ জানায় বৃদ্ধার ছেলে। এই অভিযোগের ভিত্তিতে রহস্যময় খুনের অভিযোগে ১৯৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সারমেয়র দলের অত্যাচার থেকে যাতে মুক্তি পাওয়া যায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি করেছে স্থানীয়রা।

PREV
click me!

Recommended Stories

বড় ঘোষণা! বছরের শুরুতে পেনশনভোগীদের দুর্দান্ত উপহার দিল মোদী সরকারের
Today live News: Gold Price Today - লক্ষ্মীবারে এক লাফে অনেকটা দাম কমলো সোনার! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে জেনে নিন?