গা শিউরে ওঠার মতো ঘটনা! রাতের অন্ধাকারে বাড়িতে ঢুকে কামড়ে বৃদ্ধাকে মেরে দিল সারমেয়র দল

গা শিউরে দেওয়ার মতো ঘটনা! রাতের অন্ধাকারে বাড়িতে ঢুকে কামড়ে বৃদ্ধাকে মেরে দিল সারমেয় দল

৮২ বছরের বৃদ্ধাকে খুন করল সারমেয়র দল! ঘটনাটি ঘটেছে সিরসিল্লা জেলার রাজন্যায়। বুধবার রাতে ওই বৃদ্ধার ঝুপড়িতে ঢুকে তাঁক আক্রমণ করে একদল সারমেয়। সেখানেই মৃত্যু হয় বৃদ্ধার।

নিজের ঘরেই ঘুমাচ্ছিলেন বৃদ্ধা। পুলিশ সূত্রে জানা গিয়েছে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন বৃদ্ধা । বিছানা ছেড়েও উঠতে পারতেন না তিনি। ঘটনার সময় গভীর নিদ্রায় মগ্ন ছিলেন বৃদ্ধা। আর সেই সময়তেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

Latest Videos

পুলিশ মারফত জানা যায়, " ঘুমন্ত অবস্থাতেই একদল সারমেয় এসে আক্রমণ করে বৃদ্ধাকে। এবং যার জেরেই মৃত্যু হয় তাঁর। শুধু তাই নয়। বৃদ্ধার শরীরের একাধিক অংশ কেটেও খেয়ে নিয়েছে সারমেয়র দল।

পরে বৃহস্পতিবার সকালে তাঁর ক্ষত বিক্ষত দেখতে পান পরিবারের লোক। এরপর থানায় অভিযোগ জানায় বৃদ্ধার ছেলে। এই অভিযোগের ভিত্তিতে রহস্যময় খুনের অভিযোগে ১৯৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সারমেয়র দলের অত্যাচার থেকে যাতে মুক্তি পাওয়া যায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি করেছে স্থানীয়রা।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata