স্বাধীনতা দিবসের আগে অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, প্রাণ হারালেন ২ সেনা জওয়ান

স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের আগে প্রতিবারই জম্মু ও কাশ্মীর-সহ সারা দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়। কিন্তু এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ।

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে প্রাণ হারালেন দুই সেনা জওয়ান। শনিবার জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হয়। এই গুলির লড়াইয়েই দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দারা দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগ জঙ্গল অঞ্চলে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর দেন। এই খবর পেয়ে ওই অঞ্চল ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করেন নিরাপত্তারক্ষীরা। শনিবার ভোর থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়। জঙ্গলে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী লুকিয়ে আছে। তাদের কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আছে বলে জানতে পেরেছে নিরাপত্তারক্ষীরা। এখনও গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে।

পরিস্থিতির উপর নজর রাখছে সেনাবাহিনী

Latest Videos

সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, 'গোয়েন্দা সূত্রে নির্দিষ্ট খবর পেয়ে অনন্তনাগের কোকেরনাগে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ। ওই অঞ্চল ঘিরে ফেলে গুলির লড়াই শুরু হয়। এই ঘটনায় দুই সেনা জওয়ান জখম হন। চিকিৎসার জন্য তাঁদের ওই অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে।' পরে জখম হওয়া দুই সেনা জওয়ানের মৃত্যু হয়।

জঙ্গলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের লড়াই

সেনাবাহিনীর এক অফিসার জানিয়েছেন, ‘নিরাপত্তারক্ষীরা তল্লাশি শুরু করার পরেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরা। জঙ্গলে লুকিয়ে আছে জঙ্গিরা। তাদের সঙ্গে যৌথবাহিনীর গুলির লড়াই চলছে। জঙ্গলে তল্লাশি চালানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এই অভিযানের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা চালানো হচ্ছে। জঙ্গিরা জম্মুর ডোডা অঞ্চল দিয়ে অনন্তনাগে প্রবেশ করেছে বলে জানতে পেরেছেন নিরাপত্তারক্ষীরা।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সেনার হাতে ধরা পড়ল পাকিস্তানের কুখ্যাত জঙ্গি! কাশ্মীরে কী করতে এসেছিল হিজবুলের সক্রিয় এই সদস্য?

জঙ্গি ঢোকাতে ষড়যন্ত্র করে পাকিস্তানের BAT-এর হামলা কাশ্মীরে, নিহত এক ভারতীয় সেনা জওয়ান

জম্মু-কাশ্মীরে জইশ-ই-মহম্মদের ছায়াসঙ্গী, নতুন ছক আইএসআই-এর? সতর্ক নিরাপত্তাবাহিনী

Share this article
click me!

Latest Videos

‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন