৪ শতাংশ নয়, ফেব্রুয়ারির শেষে ৩% DA বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের! তাহলে কী বেতন কমছে কর্মীদের?

Published : Feb 19, 2025, 08:40 AM IST

বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। ফেব্রুয়ারিতেই এবার এই খবর পেলেন রাজ্যের সরকারি কর্মীরা (government employees)। ৪ শতাংশ নয়, ফেব্রুয়ারিতে ৩ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

PREV
111

ডিএ বৃদ্ধি নিয়ে অপেক্ষা শেষ হয়েছে। মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

211

তবে ৪ শতাংশ নয়, এবার বাড়ানো হচ্ছে ৩ শতাংশ মহার্ঘ ভাতা।

311

সরকারের তরফে এই ঘোষণার জেরে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। উপকৃত হবেন বহু পেনশন প্রাপকও।

411

আপনিও যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

511

নির্দেশে বলা হয়েছে, সপ্তম বেতন কমিশনের সুপারিশের অধীনে কর্মরত সরকারি কর্মচারীরা এখন তাদের মূল বেতনের ৫৩ শতাংশ ডিএ পাবেন।

611

উল্লেখ্য, আগে মহার্ঘ ভাতার হার ছিল ৫০ শতাংশ। সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে যে জুলাই ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অতিরিক্ত ডিএ কিস্তির বকেয়া ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সকলকে দেওয়া হবে।

711

এরইসঙ্গে ফেব্রুয়ারি ২০২৫-এর মাসিক বেতনও বর্ধিত ডিএ অন্তর্ভুক্ত করবে।

811

অর্থ দফতরের জারি করা অন্য একটি আদেশ অনুসারে, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের ডিএ তাদের মূল পেনশন বা মূল পারিবারিক পেনশনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৩ শতাংশ করা হয়েছে।

911

সংশোধিত হারগুলি ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া পেনশন এবং পারিবারিক পেনশনে প্রতিফলিত হবে।

1011

আপনি যদি ভেবে থাকেন যে বাংলা সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছে তাহলে ভুল ভাবছেন। আসলে DA বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জম্মু ও কাশ্মীর সরকার।

1111

কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম নির্বাচিত সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বাড়িয়ে ৫৩ শতাংশ করেছে। ইতিমধ্যে এই মর্মে একটি নির্দেশিকা অবধি জারি করা হয়েছে।

click me!

Recommended Stories