জম্মুর সিটিচক এবার ভারতমাতা চক, যদিও হিন্দুঘেঁষা নামে খুশি নন স্থানীয় হিন্দুরাই

  • জম্মুর ঐতিহাসিক সিটিচকের নতুন নাম
  • নতুন নাম হল ভারতমাতা চক
  • বিজেপি পরিচালিত পুরসভার সৌজন্যে এই নতুন নাম
  • যদিও হিন্দুঘেঁষা এই নামে খুশি নন স্থানীয় হিন্দুরাই

এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজমুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্য়ায় জংশনএবার জম্মুর ঐতিহাসিক সিটি চকের নাম পাল্টিয়ে হতে চলেছে ভারতমাতা চকসৌজন্য়ে বিজেপি পরিচালিত জম্মু পৌরসভা যদিও হিন্দুঘেঁষা এই নামে খুশি নন স্থানীয় হিন্দুরাই!

জম্মুর বাণিজ্য় কেন্দ্র সিটি চকের নতুন নাম রাখা হল ভারতমাতা চক।  বিজেপি পরিচালিত জম্মু মিউনিসিপাল কর্পোরেশনের সিদ্ধান্তেই এই নতুন নামকরণপুরসভার ডেপুটি মেয়র পূর্ণিমা শর্মা জানান, "আমি সাধারণ সভার কাছে নতুন নামের প্রস্তাব করেছি অনেকেই দীর্ঘদিন ধরে চাইছিলেন এই নতুন নাম সভার অনুমতিক্রমে নতুন নাম গৃহীত হয়েছে এখন থেকে সিটিচকের নাম হল ভারতমাতা চক"

Latest Videos

ডেপুটি মেয়রের কথায়, সিটিচক একটি ঐতিহাসিক জায়গাঅতীতে এই সিটিচকেই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিলঅনেক প্রতিবাদেরও সাক্ষী এই সিটিচকপ্রতিবছর এখানে প্রজাতন্ত্র দিবসের দিন ত্রিবর্ণরঞ্জিত পতাকা তোলা হয়তাই অনেকদিন থেকেই অনেকে এর নাম পরিবর্তনের  দাবি করে আসছিলেনতাই আমরা এর নতুন নাম রাখলাম ভারতমাত চক

প্রসঙ্গত, ১৩ বছর পর, ২০১৮-র অক্টোবরে জম্মু পুরসভায় নির্বাচন হয়েছিল সেখানে ৭৩টির মধ্য়ে ৪৩টি আসনে জিতেছে বিজেপি   এখন তাই  ওই পুরসভায় বিজেপি সংখ্য়াগরিষ্ঠ

এদিকে এমন হিন্দুঘঁষা নামে খুশি নন স্থানীয় হিন্দুরাই কনক মান্ডি বাজারের যুগ্ম সম্পাদক ভি গুপ্তা অসন্তুষ্ট এই নাম পরিবর্তনেতাঁর কথায়, "নাম পাল্টানো মোটেও উচিত হয়নিসিটিচক হল শহরের সবচেয়ে পুরনো বসত এলাকা ও বাজারওরা রাতারাতি নতুন নাম প্রস্তাব করলঅথচ স্থানীয়দের সঙ্গে একবার কথা বলল নাঅথচ এই নামের সঙ্গে কত পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছেআচমকা এমন একটা জায়গার নাম পরিবর্তন আমাদের কাছে একেবারেই অপ্রত্য়াশিত ছিল"  

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury