দিল্লি বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার নবির সহযোগী, NIA-র জালে কাশ্মীরের বিলাল ওয়ানি

Published : Nov 17, 2025, 09:04 PM IST

Delhi Blast Update: দিল্লি বিস্ফোরণকাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার এই অপরাধ চক্রের আরও এক মাথা। কাশ্মীরের অন্ততনাগ জেলা থেকে গ্রেফতার আরও একজন। কী নাম ধৃতের? বিশদে জানুন। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
দিল্লি বিস্ফোরণকাণ্ডে ধৃত আরও একজন

দিল্লি বিস্ফোরণকাণ্ডে দেশজুড়ে ধরপাকড়ে এনআইএ-র হাতে গ্রেফতার আরও এক কুখ্যাত চক্রী। ধৃতের নাম জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ। সোমবার জম্মু কাশ্মীরের অন্ততনাগ জেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক এই ষড়যন্ত্রীকে। ধৃতের বিরুদ্ধে উঠেছে দিল্লি বিস্ফোরণকাণ্ডে ড্রোন ব্যবহার থেকে রাসায়নিকের মশলা তৈরির সমস্ত দায়িত্বে থাকার অভিযোগ। 

25
গ্রেফতার উমর উল নবির সঙ্গী

জানা গিয়েছে, গত ১১ নভেম্বর সোমবার দিল্লি বিস্ফোরণকাণ্ডে দেশজুড়ে অপরাধীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করে দিল্লি পুলিশ, এনআইএ এবং তদন্তকারী আধিকারিকরা। সেই ঘটনার তদন্তে নেমে ফের সাফল্য এনআইএ-র। সোমবার কাশ্মীরের অন্ততনাগ জেলা থেকে গ্রেফতার করা হয়েছে আত্মঘাতী উমর উল নবির আরও এক সঙ্গীকে। সূত্রের খবর, বিস্ফোরক বানানোর সঙ্গে সঙ্গে দানিশ জঙ্গি মডিউলটিকে টেকনিক্যাল সাপোর্ট দিত। হামলার আগে জেহাদিদের হাতে তুলে দিত নিজের হাতে বানানো ড্রোন।

35
জেহাদির বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে?

সূত্রের খবর, দিল্লি হামলার অন্যতম ষড়যন্ত্রী ছিল এই দানিশ। এমনটাই জানাচ্ছেন গোয়েন্দারা। রবিবারই উমরের সহযোগী তথা এই হামলার ষড়যন্ত্রকারী আমির রশিদ আলি নামে এক যুবককে গ্রেফতার করেছে এনআইএ। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গোয়ান্দাদের জালে ধরা পড়ল আরও এক ষড়যন্ত্রী। এর পিছনে আর কারা কারা জড়িত তা জানতে চলছে তদন্ত এবং তল্লাশি অভিযান। 

45
দিল্লিকাণ্ডে বাংলা যোগ!

দিল্লি বিস্ফোরণকাণ্ডে কী বাংলা যোগ? এই ঘটনায় এবার নাম জাড়ালো নদীয়ার পলাশীপাড়ার বাসিন্দা সাবির আহমেদের (delhi blast news)। যদিও বেআইনিভাবে মাদক পাচারের অভিযোগে সে বর্তমানে জেল হেফাজতে রয়েছে। প্রেসিডেন্সি জেলে বন্দি সাবির আহমেদ। এবার তাঁর নামই জড়াল দিল্লি বিস্ফোরণকাণ্ডে। 

55
জেলে বসেই দেশবিরোধী কাজ?

প্রশ্ন উঠছে, বন্দী অবস্থায় কীভাবে দেশবিরোধী কাজকর্ম চালাত সে? দিল্লির লালকেল্লার সামনে ঘটে যাওয়া এই বিস্ফোরণে মৃত্যু হয় অনেকের। আহত হন বহু। ইতিমধ্যেই একাধিক এজেন্সি এই ঘটনার তদন্ত শুরু করেছে। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে জঙ্গিযোগ রয়েছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে শাহীনকে গ্রেফতারের পরই, জঙ্গিযোগের কথা জানতে পেরেছেন তদন্তকারীরা।

Read more Photos on
click me!

Recommended Stories