Viral News: জীবিত স্বামীকে 'মৃত' বলে দেখিয়ে দিনের পর দিন তুলছেন বিধবা ভাতা, ঝাড়খণ্ডে ধরা পড়ল গ্রাম্য মহিলাদের কীর্তি!

সংক্ষিপ্ত

বিগত প্রায় আট মাস ধরে বিধবা ভাতার টাকা নিচ্ছেন ১২ জন। প্রশাসনের তরফে নতুন অডিট হয়। তার পরেই তাঁদের জালিয়াতি প্রকাশ হয়ে পড়েছে।

স্বামী জীবিত থাকা সত্ত্বেও খাতায়-কলমে নিজেদের বিধবা বলে জানিয়ে মাসের পর মাস তোলা হচ্ছে বিধবা ভাতার আর্থিক সাহায্য! এই কাণ্ডে মোট ১২ জন মহিলার বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন বিডিও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সিমডেগায়। এমন গুরুতর অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।

১৮ থেকে ৬০ বছর বয়সি বিধবাদের আর্থিক সহায়তা দেয় ঝাড়খণ্ড সরকার। বিধবাদের সন্তান অথবা নাতিনাতনিরা সাবালক না হওয়া পর্যন্ত তাদের পড়াশোনার জন্যও মাসে মাসে ভাতা দেয় ঝাড়খণ্ড সরকার। এই প্রকল্পের নাম ‘মুখ্যমন্ত্রী রাজ্য মহিলা নিরাশ্রিত বিধবা মহিলা সম্মান যোজনা’। কিন্তু, সিমডেগা এলাকার পঙ্কজ কুমার নামে এক বিডিও-র অভিযোগ, অনেক দিন ধরে বেশ কয়েক জন মহিলা অনৈতিক ভাবে সরকারি ভাতা নিচ্ছেন। পুলিশের কাছে অভিযুক্তদের নামও জানিয়েছেন ওই বিডিও। 

বিগত প্রায় আট মাস ধরে বিধবা ভাতার টাকা নিচ্ছেন ১২ জন। প্রশাসনের তরফে নতুন অডিট হয়। তার পর তাঁদের জালিয়াতি প্রকাশ হয়ে পড়েছে। মোট ১২ জন মহিলা ব্যক্তিগত তথ্য নকল করে এবং ভুয়ো তথ্য নথিভুক্ত করিয়ে এই কাজ চালিয়ে যাচ্ছিলেন। কী ভাবে উপভোক্তাদের তালিকায় থাকা এতজন মহিলা বেঠিক তথ্য দিয়ে দিনের পর দিন সরকারি টাকা তুলে গেলেন, সেটা ভেবেই অবাক হয়েছেন বিডিও পঙ্কজ কুমার।

আরও পড়ুন- 
Water on Moon: চাঁদে জলের উপস্থিতি স্পষ্ট, চন্দ্রযানের রিপোর্ট বিশ্লেষণ করে বিরাট সাফল্য
Watch Viral Video: বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়ে স্যালুট জানাল ছোট্ট কবীর, কাশ্মীরের শহিদ-পুত্রের ভিডিও দেখে চোখে জল ভারতবাসীর
জেলের লকআপে গান গাইছেন, পুলিশকর্মীদের নিয়ে হাসি-ঠাট্টা করছেন রানাঘাট শুটআউটকাণ্ডে ধৃত কুন্দন সিং

Latest Videos

Share this article
click me!

Latest Videos

'ভিতরে অনেক নোংরা আছে, ২৬-এর আগে সাফ করব' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
'মোদীজি না থাকলে সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' | Kiren Rijiju Waqf Amendment Bill