সতর্ক হন! এই চারটি কাজ না করলে মিলবে না প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা, জেনে নিন কী কী

Published : Jun 24, 2025, 11:52 AM IST

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২০ তম কিস্তির টাকা এখনও মেলেনি। এই যোজনার সুবিধা পেতে হলে ৪টি কাজ করা বাধ্যতামূলক, নাহলে কিস্তির টাকা আটকে যেতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক, KYC, ভূমি রেকর্ড যাচাই এবং নামের মিল থাকা জরুরি।

PREV
110

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার দ্বারা উপকৃত হচ্ছেন দেশের ১১ কোটিরও বেশি কৃষকেরা। তবে, এবার এই প্রকল্প নিয়ে সামনে এল নয়া তথ্য।

210

দেশ জুড়ে ১১ কোটিরও বেশি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২০ তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। এই প্রকল্পের আওতায় উপযুক্ত কৃষকদের বছরে ৬ হাজার টাকা প্রদান করা হয়।

310

যা তিনটি সমান কিস্তিতে দেওয়া হয়। প্রতি চার মাস অন্তর এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।

410

শেষ ১৯ টা কিস্তির টাকা ঠিক মতো মিললেও। এখনও মেলনি ২০ তম কিস্তির টাকা। জুন মাসের শেষ সপ্তাহে অথবা জুলাই-র শুরুতে ট্রান্সফার হতে পারে এই টাকা।

510

এবার এই কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য। এই যোজনার সুহিধা পেতে হলে ৪টি কাজ করা বাধ্য়তা মূলক। তা না হলে কিস্তির টাকা আটকে যেতে পারে।

610

প্রথমত, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আধার লিঙ্ক না থাকলে যোজনার টাকা আটকে যেতে পারে। দেরি না করে ব্যাঙ্কে গিয়ে আধার আপডেট করান।

710

KYC প্রক্রিয়া সম্পূর্ণ করুন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে। আপনি PM-Kisan পোর্টালের মাধ্যমে অনলাইনে বা নিকটবর্তী CSC -তে গিয়ে এই প্রক্রিয়া করতে পারেন।

810

ভূমি রেকর্ড যাচাই করে নিন। আপনার নামে জমির রেকর্ড সরকারি ডেটাবেসে সঠিকভাবে আপডেট করা আছে কি না তা চেক করে নিন। ভুল বা অসম্পূর্ণ জমির তথ্য থাকলে কিস্তি বাতিল হতে পারে।

910

আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও রেজিস্ট্রেনে দেওয়ার নামের মধ্যে মিল না থাকলে টাকা আটকে যেতে পারে। তাই সব নথি সঠিক আছে কি না তা যাচাই করে নিন।

1010

তাই দেরি না করে এই কয়টি কাজ করে নিন। তা না হলে আটকে যেতে পারে আপনার আপনির প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২০ তম কিস্তির টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories