Karnataka Exit Poll 2023: কর্ণাটকে ক্ষমতায় ফিরছে বিজেপি, বলছে নিউজ নেশনের বুথ ফেরত সমীক্ষা

কর্ণাটক বিধানসভা নির্বাচনে এক দফায় ভোটগ্রহণ হল বুধবার। এবার ফল প্রকাশের অপেক্ষা। ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই একে একে বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশিত হচ্ছে।

Web Desk - ANB | Published : May 10, 2023 2:35 PM IST

বুধবার শান্তিপূর্ণভাবেই কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হল। ২২৪টি আসনের প্রার্থীদের ভাগ্য এখন ইভিএম-এ বন্দি। শনিবার ভোটগণনা ও ফলপ্রকাশ করা হবে। বিজেপি ক্ষমতায় ফিরবে না কংগ্রেস পরিবর্তন আনতে সফল হবে, সেটা এখনই বলা যাচ্ছে না। আঞ্চলিক দল জেডিএস কতটা প্রভাব ফেলতে পারবে, সেটাও শনিবারের আগে বলা সম্ভব নয়। তবে ভোটগ্রহণ পর্ব মিটে যাওয়ার পর বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় নানা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অনেকেই কংগ্রেসকে এগিয়ে রাখছে। আবার কেউ কেউ বলছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি। কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় আবার ত্রিশঙ্কু ফলের ইঙ্গিত দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে জেডিএসের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

নিউজ নেশন-সিজিএস-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি একাই পেতে পারে ১১৪টি আসন। কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ১১৩টি আসন জিততে হবে। নিউজ নেশন-সিজিএস-এর বুথ ফেরত সমীক্ষা যদি ঠিক হয়, তাহলে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা ধরে রাখছে শাসক দল বিজেপি। সেক্ষেত্রে নির্দল বা অন্যান্যদের সমর্থন পেতে সমস্যা হবে না বিজেপি-র। এই সমীক্ষা ঠিক হলে কংগ্রেস বা জেডিএসের আশাপূরণ হচ্ছে না। এই বুথ ফেরত সমীক্ষার ফল গেরুয়া শিবিরকে উৎসাহিত করে তুলেছে।

নিউজ নেশন-সিজিএস-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, কর্ণাটকে এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেতে পারে সর্বাধিক ৮৬টি আসন। সেটা হলে সরকার গড়া থেকে অনেক দূরে থাকবে কংগ্রেস। কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কর্ণাটকের পরিচিত নেতা ডি কে শিবকুমার, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সনিয়া গান্ধী ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু নিউজ নেশন-সিজিএস-এর বুথ ফেরত সমীক্ষা কংগ্রেসকে বেশি আসন দিচ্ছে না। জেডিএস আরও পিছনে। এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর দল পেতে পারে মাত্র ২১টি আসন। ফলে কর্ণাটকের তাজ বিজেপি-র মাথাতেই থাকছে।

নিউজ নেশন-সিজিএস-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, কর্ণাটকে মোট ভোটের ৪৫.৩৪ শতাংশ পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ৩০.৮৯ শতাংশ ভোট এবং জেডিএস পেতে পারে ১৪.২৫ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ৯.৫২ শতাংশ ভোট।

বুথ ফেরত সমীক্ষার ফল মিলল কি না, সেটা জানার জন্য শনিবার দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতত রাজনৈতিক দলগুলির মধ্যে উৎকণ্ঠা এবং ভোটারদের মধ্যে আগ্রহ রয়েছে।

আরও পড়ুন-

KarnatakaExit polls: কর্ণাটক ভোট যুদ্ধে অনেকটাই এগিয়ে কংগ্রেস, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে কালঘাম ছুটতে পারে বিজেপির

Karnataka Election 2023 : ভোট কেন্দ্রের বাইরে জন্মদিন উদযাপন বিজেপি প্রার্থী পূর্ণেশের

Karnataka Election 2023: বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়়া আবাধ নির্বাচন কর্ণাটকে, ভোটের হার ৫০ শতাংশ

Read more Articles on
Share this article
click me!