হাত নেই তো কী হয়েছে? ভোট দিয়ে গণতন্ত্রের উৎসবে সামিল কর্ণাটকের এই বাসিন্দা

Published : May 10, 2023, 09:45 PM IST

ভোট ভারতে গণতন্ত্রের উৎসব। আর সেই উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হল কর্ণাটক। তাতেই সামনে এল এক অবাক করা ছবি। দুটি হাত না থাকা এক ব্যক্তি ভোট দিলেন। 

PREV
15
কর্ণাটক ভোট

বুধবার, ১০ কর্ণাটক বিধানসভার ২২৪টি আসনে ভোট গ্রহণ হয়। সেই ভোট যুদ্ধে সামিল হলেন এমডি মুস্তাফা। আরও অনেকের মতই তিনিও ভোট দিতে আসেন।

25
এমডি মুস্তাফার বিশেষত্ব

এমডি মুস্তাফা আরও পাঁচ জন মানুষের মতই কর্ণাটক বিধানসভা নির্বাচনে সামিল হয়েছিলেন। কিন্তু তিনি বিশেষ। কারণ তাঁর দুটি হাতই নেই। তারপরেই তিনি ভোট দেন।

35
মুস্তাফার বাড়ি

এমডি মুস্তাফা কর্ণাটকের বিল্লারি জেলার বাসিন্দা । এদিন তিনি কোলাগুল্লু পোলিং স্টেশনে ভোট দেন। নিজেই পোলিং স্টেশেন আসেন। সেখানেই ভোট দেন তিনি।

45
পা দিয়ে ভোট দেন

দুটি হাতই নেই মুস্তাফার। সেই কারণে পাই তাঁর সম্বল। পা দিয়েই এদিন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন মুস্তাফা। ভোট কর্মীরাও তাঁর পায়েই ভোটের ছাপ দিয়ে দেয়।

55
কর্ণাটক নির্বাচন

বুধবার সকাল ৭টা থেকে কর্ণাটকে ভোট গ্রহণ শুরু হয়। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া কর্ণাটকের ভোট গ্রহণ ছিল প্রায় শান্তিপূর্ণ। প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে কর্ণাটক বিধানসভা নির্বাচন। যা রাজ্যের ইতিহাসে রেকর্ড।

click me!

Recommended Stories