Karnataka Election Result: দুর্বার গতিতে বিজেপিকে টক্কর দিয়ে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে চলেছে কংগ্রেস

কর্ণাটকের বিধানসভায় ত্রিশঙ্কু জোট বন্ধনের আভাস প্রথমদিকে মিললেও বেলা বাড়তে ভোট গণনা যত এগোচ্ছে, ততই দেখা যাচ্ছে ম্যাজিক ফিগার ছাড়িয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে কংগ্রেস।

Web Desk - ANB | Published : May 13, 2023 6:05 AM IST / Updated: May 13 2023, 11:38 AM IST

২২৪টি আসনের কর্ণাটক বিধানসভার ভোট গণনা চলছে। ৩৬টি কেন্দ্রে ভোট গণনা। কড়া নিরাপত্তা জারি করা হয়েছে গণনাকেন্দ্রগুলিতে। কর্ণাটক বিধানসভা জয়ের ম্যাজিক ফিগার ১১৩। কংগ্রেস, বিজেপি, জেডি(এস) তিন দলের মধ্যে মূল লড়াই। রেকর্ড ৭৩.১৯ শতাংশ ভোট পড়েছে। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বেঙ্গালুরুতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে। দুপুরের মধ্যেই সমগ্র রাজ্যের ছবি পরিষ্কার হয়ে যাবে। গত ১০ মে ভোট গ্রহণ হয়েছিল। একাধিক বুথ ফোরত সমীক্ষায় এগিয়ে কংগ্রেস। তবে কয়েকটিতে এগিয়ে রয়েছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুযায়ী, জেডিএসকে এই রাজ্যের কিংমেকার হিসেবে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সকাল এগারোটার ট্রেন্ড অনুযায়ী, ২২৪ আসনের মধ্যে ১১৯টিতে এগিয়ে রয়েছে হাত শিবির। ৭২টিতে এগিয়ে পদ্ম। জেডি(এস) ২৫টি আসনে এগিয়ে রয়েছে।

 

কর্ণাটকের বিধানসভায় ত্রিশঙ্কু জোট বন্ধনের আভাস প্রথমদিকে মিললেও বেলা বাড়তে ভোট গণনা যত এগোচ্ছে, ততই দেখা যাচ্ছে ম্যাজিক ফিগার ছাড়িয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে কংগ্রেস। কংগ্রেসের সমস্ত বিধায়ককে রবিবার বেঙ্গালুরু পৌঁছনোর নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। আগামীকাল, অর্থাৎ রবিবার, ১৪ই মে, দুপুর ১২টা নাগাদ কর্ণাটকের দলের বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছে কংগ্রেস। সেই পরিপ্রেক্ষিতে সমস্ত বিধায়ককে আগামীকাল বেঙ্গালুরু পৌঁছতে বলা হয়েছে।

আরও পড়ুন-

Cyclone Mocha Update: আর মাত্র ২৪ ঘণ্টা, তার মধ্যেই প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘মোকা’
Nandita Roy: হাসপাতালে ভর্তি বাঙালি পরিচালক নন্দিতা রায়, মঙ্গলকামনায় রয়েছেন সিনেমাপ্রেমীরা

শনিবার থেকেই আবহাওয়ায় বড় বদল, টানা কয়েকদিন ধরে বৃষ্টির পূর্বাভাস উভয় বঙ্গে

Share this article
click me!