অনুপ্রাণিত মন্তব্য স্বাগত নয়, হিজাবকাণ্ডে আমেরিকার সমালোচনা বিদেশ মন্ত্রকের


বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (ArindamBagchi) জানিয়েছেন, ভারতকে যাঁরা ভালোভাবে জানেন তাঁরাই বাস্তবতার উপলব্ধি করতে পারবেন। কর্নাটকের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক সংক্রান্ত বিষয় যে জটিলতা তৈরি হয়েছে তা কর্নাটক হাইকোর্টের বচারাধীন বিষয়ে রয়েছে। তাই সেই বিষয়ে মন্তব্য করা যথাযথ নয়। 

কর্নাটকের হিজাব ইস্যুতে (Karnataka Hijab Row)  নাম না করে  মার্কিন সংস্থার মন্তব্যের তীব্র সমালোচনা করল ভারত (India)। বিদেশ মন্ত্রকের (Ministry Of External Affairs) তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, এটি একান্তই ভারতের আভ্যন্তরীন বিষয় (Internal Matter)।  যে কোনও দেশের সমালোচনা মেনে নেওয়া হবে না। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে গোটা ঘটনাটি একটি 'অনুপ্রাণিত মন্তব্য' (motivated comments) হিসেবেই দেখছে কেন্দ্রীয় সরকার। 

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (ArindamBagchi) জানিয়েছেন, ভারতকে যাঁরা ভালোভাবে জানেন তাঁরাই বাস্তবতার উপলব্ধি করতে পারবেন। কর্নাটকের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক সংক্রান্ত বিষয় যে জটিলতা তৈরি হয়েছে তা কর্নাটক হাইকোর্টের বচারাধীন বিষয়ে রয়েছে। তাই সেই বিষয়ে মন্তব্য করা যথাযথ নয়। অরিন্দম বাগচী জানিয়েছেন, 'আমাদের সাংবিধানিক কাঠামো, প্রক্রিয়ার পাশাপাশি আমাদের গণতান্ত্রিক নীতি - রাজনীতি হল সেই প্রেক্ষাপট যেখানে সমস্যাগুলি বিবেচনা করা হয়। ও তা সমাধান করা যায়। ভারতকে যারা জানে তারাই বাস্তাবতাগুলি উপলব্ধি করতে পারবে। তাই আমাদের দেশের অভ্যন্তরীন বিষয়গুলিতে অনুপ্রাণিত মন্তব্যগুলিকে স্বাগত জানান হবে না। '

Latest Videos

কর্নাটকের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ড্রেসকোট নিয়ে কিছু দেশের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচিকে। তিনি রীতিমত কড়া ভাষাতেই তার প্রতিক্রিয়া জানিয়েছেন। 


কর্নাটকের হিজাব (Karnataka Hijab Row) ইস্যুতে শুক্রবার রাত থেকেই সরব হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) একটি সরকারি সংস্থা। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে স্কুলে বা ক্যাম্পাসে হিজাব নিষিদ্ধ করার অর্থ হল ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থা বিদেশি ধর্মীয় স্বাধীনতার ওপর নজরদারি করে।  ইন্টারন্যাশানাল ফ্রিডম বা আইআরএফ (IRF) এর অ্যাম্বাসেডর রাশাদ হুসেন সোশ্যার মিডিয়ায় বার্তা দিয়ে কর্নাটকের কথা উল্লেখ করে বলেছেন, স্কুলে হিজাব নিষিদ্ধ করার ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করার সামিল। 

ক্ষণিকের জন্য বিশ্বজুড়ে টুইটার বিভ্রাট, ফাঁড়া কেটেছে অল্প সময়ে

১৮-র সুন্দরীকে বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড পাক রাজনীতিবিদ আমির লিয়াকত

মার্কিন রাইফেল হাতে ভারতীয় সেনার ছবি ভাইরাল, জেনে নিন আসল গল্পটা

তিনি বলেছেন ধর্মীয় স্বাধীনতার মাধ্যমে যে কোনও ব্যক্তির ধর্মীয় পোশাক বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে। ভারতের কর্নাটকে ধর্মীয় পোশাকের ওপর হস্তক্ষেপ করা ঠিক নয়। তিনি আরও বলেছেন, স্কুলে হিজাব নিষিদ্ধ করা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার সামিল।  পাশাপাশি নারী ও মহিলাদের আরও সমস্যায় ফেলা হবে তাতে। মিনিস্ট্রিয়াল টু অ্যাডভান্স রিলিজিয়াস ফ্রিডমেরে একজন রাষ্ট্রদূতও হুসেন।  এই সংস্থা  এর আগেই ভারতীয় ধর্মীয় বিষয় নিয়ে একাধিক মন্তব্য করেছেন। 

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি