অপর্ণা লাভাকুমার, কেরলের ত্রিশুর জেলার মহিলাপরিচালিত পুলিশ স্টেশন ইরিনজালাকুদায় সিনিয়র পুলিশ অফিসার হিসাবে কর্মরত তিনি। দক্ষিণি মেয়েদের মত তাঁরও ছিল একঢাল চুল। ছিল, কারণ সেই হাঁটু সমান চুল কেটে ফেলেছেন অপর্ণা। ক্যানসার আক্রান্তদের পাশে থাকতেই এই পদক্ষেপ নিয়েছেন কেরলের এই মহিলা পুলিশকর্তা।
৪৬ বছরের অপর্ণা জানান, ক্যানসারের সঙ্গে লড়াই করা পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার সঙ্গে আলাপের পর তিনি নিজের চুলদানের সিদ্ধান্ত নেন। নিজে ন্যাড় হয়ে কাই ক্যানসার আক্রান্তদের পাশে থাকতে চেয়েছেন তিনি।
তাঁর এই নিঃস্বার্থ কাজ ইতিমধ্যে অনেকের প্রশংসা কুড়িয়েছে। এমনকি অভিনেত্রী অনুষ্কার শর্মার এই পদক্ষেপের জন্য অপর্ণার প্রশংসা করেছে। তবে নিজের এই স্বার্থত্যাগকে গুরুত্ব দিতে চাইছেন না অপর্ণা। আগামী এক-দুবছরের মধ্যে আবার আমার চুল আগের মত হয়ে যাবে বলে জানান তিনি। তিনি বলেন, আমার কাছে আস হিরো হলেন তারা যারা অন্যের প্রয়োজনে অঙ্গদান করেন।
অপর্ণার মতই কিছুদিন আগে রায়গঞ্জের ছোট্ট তিতির ক্যানসার আক্রান্তদের জন্য নিজের চুল কেটে দান করেছিল।