কেরলের কংগ্রেস সভাপতি কে. সুধাকরণ টুইট করে লিখেছেন, ‘প্রেমের শক্তি দিয়ে বিশ্ব জয় করা একজন রাজার গল্পের মর্মান্তিক সমাপ্তি হল। আজ একজন মহান ব্যক্তির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’
চলে গেলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বেঙ্গালুরুর চিন্ময় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর জীবনাবসান হয়। ১৮ জুলাই, মঙ্গলবার ভোর সাড়ে ৪টেয় তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২০০৪-০৬ এবং ২০১১- ২০১৬ সালের মধ্যে কেরলের মুখ্যমন্ত্রী হন ওমেন চান্ডি, তার আগে পাঁচ দশক ধরে পুথুপল্লি কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি, বিধায়ক হিসেবে ১০ বার নির্বাচিত হন। এছাড়াও ১৯৭৭ সালে কেরলের শ্রমমন্ত্রী এবং ১৯৮১ সালে গৃহমন্ত্রী হয়েছিলেন। তাঁর স্ত্রী মরিয়ম্মা ছিলেন আলাপুজা কারুওয়াটার বাসিন্দা। দীর্ঘ দিন ধরে কানারা ব্যাঙ্কের উচ্চ পদের আধিকারিক হিসেবে আসীন ছিলেন তিনি।
গলায় ক্যান্সার হওয়ায় দীর্ঘদিন ধরেই চিকিৎসা করাচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। ২০১৯ সাল থেকে তিনি অসুস্থ ছিলেন। গলার সমস্যা বেড়ে যাওয়ার পর তাঁকে জার্মানিতেও নিয়ে যাওয়া হয়েছিল। সোমবার হঠাৎ করে শরীরের রক্তচাপ প্রবলভাবে কমে যাওয়ার দরুন তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। কেরলের কংগ্রেস সভাপতি কে সুধাকরণ টুইট করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন।
ওমান চান্ডির মৃত্যুতে কেরলের রাজনীতিবিদদের মধ্যে আজ শোকের ঢেউ। কেরলের কংগ্রেস সভাপতি কে. সুধাকরণ টুইট করে ওমেন চান্ডির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি টুইট করেছেন যে, ‘প্রেমের শক্তি দিয়ে বিশ্ব জয় করা একজন রাজার গল্পের মর্মান্তিক সমাপ্তি হল। আজ একজন মহান ব্যক্তির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি বহু মানুষের জীবন স্পর্শ করেছেন।’
আরও পড়ুন-
Cat Sound: গভীর রাতে বিড়ালের ডাক শুনতে পাচ্ছেন? আপনার ভাগ্যে আসতে পারে কোনও খারাপ খবর
Vande Bharat Fire: দাউদাউ করে জ্বলে উঠল বন্দে ভারত, প্রাণ হাতে নিয়ে লাফ দিলেন যাত্রীরা
Benefits of Garlic For Sex: রসুনেই মিলবে চরম যৌন সুখ, জেনে নিন টোটকা
Chandrayan 3: নাগালের বাইরে চলে যেতে পারে চন্দ্রযান ৩, বিপদ এড়াতে কী করবে ISRO?